শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

নারী চ্যাম্পিয়ন্স লিগ

পিএসজিকে বিদায় করে লিও ফাইনালে
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ক্লাবে একই রাতে দুই ভিন্ন চিত্র। একদিকে আনন্দ, অন্যদিকে হতাশা। মাঠে না নেমেই পুরুষ দল লিগ শিরোপা জয় নিশ্চিত করেছে- সে আনন্দে মেতেছে ক্লাবটি। অন্যদিকে তাদের মেয়েরা অল ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। লিও’র কাছে নিজেদের মাঠে ফিরতি লেগের খেলায় ১-২ ব্যবধানে হেরেছে তারা। প্রথম লেগেও লিও জয় পেয়েছিল, ব্যবধান ছিল ৩-২।

আগামী ২৫ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে। বিলবাওতে অনুষ্ঠিতব্য এ ম্যাচে লিও’র প্রতিপক্ষে বার্সেলোনা।

লিওকে ছিটকে দিয়ে ফাইনালে জায়গা করতে পিএসজিতে এ ম্যাচে অন্তত ২-০ গোলে জয়ের দরকার ছিল। কিন্তু তা যে আর হচ্ছে না ত শুরুতেই টের পেয়ে যায় পিএসজি সমর্থকরা। কেননা ম্যাচ শুরুর বাঁশি বাজতে না বাজতেই লিও গোল পেয়ে যায়। তৃতীয় মিনিটে দলকে এগিয়ে নেন সেলমা বাখা। বিরতির আগে অবশ্য স্বাগতিক দল সমতা ফিরিয়ে আনে। তাবিথা চাউইঙ্গা করেন গোলটি। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার পঞ্চম গোল।

চ্যাম্পিয়ন্স লিগে আটবারের শিরোপা জয়ী লিও দ্বিতীয়ার্ধে একের পর এক সুযোগ নষ্ট করে। অবশেষে ৮১ মিনিটে তারা দ্বিতীয় গোলের দেখা পায়। মেলচি ডুমোরনে এ গোলটি করে দলের জয় নিশ্চিত করেন।

শনিবার বার্সেলোনা ২-০ গোলে চেলসিকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল। বার্সেলোনার জন্য এ ম্যাচটি খুবই কঠিন ছিল। কেননা প্রথম লেগের লড়াইয়ে তারা ০-১ গোলে হেরেছিল।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর