শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন হয়েই ফিরছে লেস্টার সিটি

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

এক বছর আগে প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গিয়েছিল লেস্টার সিটি। ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে দারুন পারফরম্যান্স করে আগেই প্রিমিয়ার বিভাগে ফেরাটা নিশ্চিত করেছে তারা। সোমবার নিশ্চিত করেছে চ্যাম্পিয়নশিপ। এদিন প্রেস্টন নর্থ ইন্ডকে ৩-০ গোলে হারিয়ে তারা একদিকে যেমন শিরোপা জয় নিশ্চিত করেছে, তেমনি চ্যাম্পিয়ন হয়েই তারা ফিরছে প্রিমিয়ার লিগে।

অ্যাওয়ে ম্যাচে লেস্টার সিটির এ জয়ের নায়ক জেমি ভার্ডি। জোড়া গোল করেছেন তিনি। অন্য গোলটি করেন কাসে ম্যাকটির। ভার্ডি ৩৬ ও ৫২ মিনিটে গোল দুটো করেন। ম্যাকটির গোল করেন ৬৭ মিনিটে।

৪৫ ম্যাচ শেষে লেস্টার সিটির পয়েন্ট ৯৭। দ্বিতীয় স্থানে থাকা লিডস ইউনাইটেড থেকে তারা ৭ পয়েন্ট এগিয়ে রয়েছে। তবে লিডস ইউনাইটেডের প্রিমিয়ার লিগে খেলা এখনো নিশ্চিত নয়, বরং তারা রয়েছে আতঙ্কে। কেননা সমান পয়েন্ট নিয়ে ইপসউইচ টাউন তৃতীয় স্থানে রয়েছে। তবে তারা একটা ম্যাচ কম খেলেছে। ফলে দ্বিতীয় স্থানের জন্য তাদের মধ্যে জোড় লড়াই চলছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর