লেভানদোভস্কির হ্যাটট্রিকে জয় বার্সেলোনার

লিগ শিরোপা দৌড় থেকে অনেক আগেই ছিটকে গেছে বার্সেলোনা। লড়াই এখন দ্বিতীয় স্থান ধরে রাখা। সে লড়াইয়ে সোমবার রাতে দারুণ এক জয় পেয়েছে জাভি হার্নান্দেজের দল। পিছিয়ে পড়েও নিজেদের মাঠের খেলায় ৪-২ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। মূল্যবান জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লেভানদোভস্কি। হ্যাটট্রিক করেছেন তিনি।
লিগে সব দলের এখনো পাঁচটি করে ম্যাচ বাকি।৩৩ ম্যাচ শেষে ৮৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ সবার উপরে। তাদের শিরোপা জয়ের উৎসব এখন সময়ের ব্যাপার মাত্র। অন্যদিকে ৭৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা দ্বিতীয় স্থানে। তবে স্বস্তিতে নেই তারা। জিরোনা তাদের স্বস্তি কেড়ে নিয়েছে। ৭১ পয়েন্ট তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলে চলেছে মৌসুমের শুরুতে চমক জাগানো দলটি।
পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে কে থাকবে তা আগামী ৪ মে নির্ধারিত হতে পারে। এদিন বার্সেলোনাকে আতিথেয়তা দেবে জিরোনা। লিগে জিরোনার বিপক্ষে প্রথম লেগের ফল বার্সেলোনার জন্য মোটেও স্বস্তিদায়ক নয়। নিজেদের মাঠের খেলায় বার্সেলোনা ২-৪ গোলে হেরেছিল। একটা সময় পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিলেও জিরোনার বর্তমান সময়টা ভালো যাচ্ছে না। সর্বশেষ ১০ ম্যাচের পাঁচটিতে হেরে তারা লড়াই থেকে ছিটকে যায়।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিজেদের মাঠের খেলায় বার্সেলোনার পাওয়া এ জয়কে অনেকটা ভাগ্যের খেলা বলা যায়। ফেরমিন লোপেজের গোলে বার্সেলোনা এগিয়ে গেলেও বিরতির আগে ভ্যালেন্সিয়া ২-১ গোলে এগিয়ে যায়। বিরতির বাঁশি বাজার আগে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলি নিজের সীমানার বাইরে বলে হাত লাগানোর কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বার্সেলোনার একের পর এক গোল করে। হ্যাটট্রিক করেন লেভানদোভস্কি।