ইউরোতে থাকছেন না থিবু কর্তোয়া

বেলজিয়াম গোলরক্ষক থিবু কর্তোয়ার এবার ইউরো চ্যাম্পিয়নশিপে খেলা হচ্ছে না। ইনজুরির কারণে এবার ইউরোতে তাকে দর্শক হয়ে থাকতে হচ্ছে। মঙ্গলবার বেলজিয়ামের কোচ ডোমেনিকো টেডেস্কো এ তথ্য নিশ্চিত করেছেন।
৩১ বছর বয়সী কর্তোয়া হাঁটুর সমস্যায় ভুগছেন। এ কারণে রিয়াল মাদ্রিদের এ গোলরক্ষক এ মৌসুমে এখনো পর্যন্ত লিগের একটা ম্যাচে গোলবারের নিচে দাঁড়াতে পারেননি। ফলে তাকে বাদ দিয়েই ইউরো মিশনের কথা চিন্তা ভাবনা করতে হচ্ছে কোচ টেডেস্কোকে।
আগামী জুনে জার্মানিতে শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপ। থিবু কর্তোয়া অবশ্য এখন অনেকটা সুস্থ। তবে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন কোচ টেডেস্কো। এ ব্যাপারে এক সাক্ষাতকারে তিনি বলেন, এরই মধ্যে সব সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তাকে নিয়ে আমরা ঝুঁকি নিতে চাই না। আমরা এখন সেই সব খেলোয়াড় সুস্থ আছেন আমরা তাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই।
এদিকে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি বলেছেন, কর্তোয়া অনেকটা সুস্থ। আশা করছি দ্রুত সে মাঠে ফিরবে। আগামী শনিবার লা লিগায় কাদিজের বিপক্ষে তাকে মাঠে দেখা যেতে পারে।