শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগ

ঘরের মাঠ বলেই আশাবাদী ডর্টমুন্ড
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ১ মে, ২০২৪

গ্রুপ পর্বে দুটো দলই একই গ্রুপে ছিল। হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে এগিয়ে ছিল প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। নিজেদের মাঠে জয় পেয়েছিল তারা, ড্র করেছিল অ্যাওয়েতে। সেই দুই দল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে আজ।

প্রথম লেগের ম্যাচে স্বাগতিক বরুশিয়া ডর্টমুন্ড।জার্মান দলটির স্বস্তি এখানেই। পিএসজির সঙ্গে গ্রুপ পর্বের প্রথম লেগে দলটি ১-১ গোলে ড্র করেছিল। শুধু তাই নয়, জার্মান দলটি ঘরের মাঠে নিজেদেরকে অপ্রতিরোধ্য করে তুলেছে। নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ১০ ম্যাচে অপরাজিত তারা।

হোম ম্যাচে যাই হোক অ্যাওয়েতে যাচ্ছেতাই অবস্থা জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের। এর মাঝে অস্বস্তি হয়ে দেখা দিয়েছে উইঙ্গার ডনয়েল মালেনের ইনজুুরি। তবে স্বস্তির বিষয় যে নেই, তা নয়। ইয়ান মাটসেন সুস্থ হয়ে ফিরেছেন। নিষেধাজ্ঞা মুক্ত হয়ে ফিরেছেন ইমরে ক্যান। সব মিলিয়ে ঘরের ম্যাচ ডর্টমুন্ডের জন্য আসল লড়াই। ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা তৈরি করতে হলে ঘরের মাঠের এ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। অন্তত এক গোলে হলেও তাদের এগিয়ে থাকতে হবে।

অন্যদিকে দুর্দান্ত ফর্মে পিএসজি। ঘরোয়া লিগে যেমন চমৎকার ফর্মে তেমনি ইউরোপীয় প্রতিযোগিতায়। প্রথম লেগে হারলেও অ্যাওয়েতে বার্সেলোনাকে উড়িয়ে দিয়ে তারা সেমিফাইনালে এসেেছে। কিছুটা ইনজুরি সমস্যা থাকলেও সেরা একাদশ নির্বাচনে কোনো সমস্যা নেই তাদের। আক্রমণাত্মক খেলা উপহার দেবে তারা, চেষ্টা করবে গোল করতে। অন্তত ড্র নিয়ে ফেরার চেষ্টাতে কোনো ত্রুটি রাখবে না তারা।

বার্সেলোনাকে হারানোর মাঝ দিয়ে তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। এক গোলের ব্যবধানে হার তাদের আত্মবিশ্বাসে চিড় ধরাতে পারবে না। আগামী সপ্তাহে তা এক ফুৎকারে উড়িয়ে দিতে সচেষ্ট থাকবে তারা।

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর