শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন

দিলারার ঝড়ো ব্যাটিং সত্ত্বেও বাংলাদেশের সংগ্রহ ১১৭

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

ভারতের নারী দলের বিপক্ষে ওপেনার দিলারা আক্তারের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত শুরু পেয়েছিল বাংলাদেশ নারী দল। তবে মিডল অর্ডার ব্যাটাররা সেটা ধরে রাখতে পারেননি। সোবহানা মোস্তারি-নিগার সুলতানা জ্যোতিদের ধীরগতির ইনিংসের ফলে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান তুলেছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (২ মে) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনার দিলার আক্তার দারুণ ব্যাটিং করেছন। মুর্শিদা খাতুনকে সঙ্গী করে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন দিলারা। প্রথম উইকেটে ৪৬ রান জড় হয় বাংলাদেশের স্কোর বোর্ডে। দলীয় ৪৬ রানে মুর্শিদা খাতুন যখন আউট হন তখন তার রান মাত্র ৯। বাকি রান এসেছে দিলারার ব্যাট থেকে।

সঙ্গীকে হারানোর পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি দিলারা। ২৭ বলে ৩৯ রান করে আউট হন তিনি। পাঁচটি বাউন্ডারি ছিল তার ইনিংসে। অধিনায়ক নিগার সুলতানা ২৮ রানের ঝলমলে একটা ইনিংস খেলেছেন। দিলারা ও নিগারের পাশাপাশি শুধুমাত্র সোবহানা মুস্তারি ব্যক্তিগত সংগ্রহকে দুই অংকের রানে পৌঁছাতে পারেন। অন্যরা ক্রিজে এসেছেন আর ফিরেছেন। বাংলাদেশ শেষ ৬ উইকেট হারিয়ে মাত্র ৩২ রান করে। ২ উইকেটে ৮৫ রান করা দলটি ৮ উইকেট হারিয়ে করে ১১৭ রান।

ভারতের কোনো বোলার একক সাফল্য পায়নি। রাধা যাদব দুই উইকেট শিকার করেন। এছাড়া রেঙ্কু সিং, পুজা ও শ্রেয়াঙ্কা পাতিল একটা করে উইকেট নেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর