শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

সার্বিক পারফরম্যান্স স্বস্তিদায়ক নয়। তবে নিজেদের মাঠে অপরাজিত বরুশিয়া ডর্টমুন্ড। বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে সেই অপরাজিত তকমাটা ধরে রাখলো জার্মান ক্লাবটি। প্রথম লেগের খেলায় ১-০ গোলে হারিয়েছে তারা প্যারিস সেন্ত জার্মেইকে। প্রথমার্ধে মূল্যবান সেই গোলটি করেন নিকলাস ফুল ক্রুগ।

ইউরোপের ক্লাব ফুটবলে নামী ও দামী এক ক্লাব পিএসজি। তবে ক্লাব ফুটবলের সর্বোচ্চ ট্রফিটি এখনো পর্যন্ত ছুঁয়ে দেখা হয়নি ক্লাবটির। মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে নামী সব তারকাদের হাট বসালে ভাগ্যের পরিবর্তন হয়নি তাদের। সেই ট্রফিটি উঁচিয়ে ধরার জন্য চেষ্টার শেষ নেই ফ্রেঞ্চ এই ক্লাবটির।

বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে তাদের ছিল স্পষ্ট আধিপত্য। বল দখলের লড়াইয়ে স্বাগতিক দলকে টপকে গিয়েছিল তারা। কিন্তু জয়ের জন্য গোল দরকার, আর গোলের জন্য প্রতিপক্ষের রক্ষণদেয়াল ভাঙ্গন ধরানো প্রথম শর্ত। সেই শর্ত তার পালন করতে পারেনি। বরুশিয়া ডর্টমুন্ডের রক্ষণভাগ তাদের জন্য চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে প্রথমার্ধে তো কিলিয়ান এমবাপ্পে তারা নিষ্ক্রিয় করে রেখেছিল।

বরুশিয়া ডর্টমুন্ড একবারই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছে। সেটা ১৯৯৭ সালে। শেষবার তারা ফাইনালে খেলে ২০১৩ সালে। তারপর এবার তারা আবারও ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি করেছে। সেই সম্ভাবনা পথটা তৈরি হয়েছে ৩৬ মিনিটে নিকলাস ফুলক্রুগের গোলে। নিজেদের অর্ধ থেকে নিকো স্লটারবেক লম্বা পাস দিয়েছিলেন। সেই পাস ফুলক্রুগ দক্ষণতার সঙ্গে নিয়ন্ত্রণে নিয়ে বল জালে পাঠিয়ে দেন।

বিরতির পর দারুণভাবে লড়াই শুরু করে পিএসজি। ৫২ মিনিটে এমবাপ্পের বাঁকানো শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এছাড়া আশরাফ হাকিমির একটা শট পোস্টে লেগে পিএসজি শিবিরে হতাশা ছড়ায়।

৬০ মিনিটের সময় ফুলক্রুগ দ্বিতীয় গোল করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু বল উড়িয়ে মারেন তিনি। একইভাবে পিএসজি’র হয়ে সুযোগ নষ্ট করেন দেম্বেলে। শেষ দিকে পিএসজি সমতা ফেরাতে মরিয়া হয়ে লড়াই করলেও ডর্টমুন্ডের রক্ষণদেয়াল চিড় ধরানো সম্ভব হয়নি। ফলে এক গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ফিরতি লেগে তাই জয় ভিন্ন কোনা পথ নেই তাদের সামনে।

আগামী ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে। শিরোপা লড়াইয়ের জন্য বরুশিয়া ডর্টমুন্ড, পিএসজি, বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ লড়াই করছে। আগের দিন অন্য সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ বায়ার্নের সঙ্গে ২-২ গেলে ড্র করেছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর