শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

কিংস কাপ

রোনালদোর জোড়া গোল, আল নাসর ফাইনালে
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোল। পাশাপাশি সাদিও মানে করেছেন এক গোল। আর তাতেই সৌদি আরবের কিংস কাপের ফাইনালে পৌঁছেছে আল নাসর। বুধবার রিয়াদে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে আল খালিজকে।

কিংস কাপ জয় থেকে রোনালদোর আল নাসর এখন এক ধাপ দূরে দাঁড়িয়ে। শিরোপা লড়াইয়ে তারা ৩১ মে ফাইনাল ম্যাচে আল হিলালের মুখোমুখি হবে। গত মঙ্গলবার আল হিলাল আল ইত্তিহাদকে হারিয়ে ফাইনাল খেলা নিশ্চিত করে।

রোনালদো উভয়ার্ধে একটি করে গোল করেন। এই পর্তুগীজ তারকা প্রথম গোলটি পান ১৭ মিনিটে। আল খালিজের রক্ষণভাগের ভুল তাকে গোল পেতে সহায়তা করে। খালিজের ডিফেন্ডার লিসান্দ্রো লোপেজ ব্যাক পাস দিয়েছিলেন গোলরক্ষক ইব্রাহিম সেহিককে। কিন্তু তিনি বল ঠিকমতো নিয়ন্ত্রণে নেওয়ার আগেই রোনালদো ছুটে গিয়ে ফাঁকা জালে বল পাঠিয়ে তার ট্রেডমার্ক গোল উৎসবে মেতে ওঠেন।

৩৭ মিনিটে পেনাল্টি থেকে সাদিও মানে ব্যবধান দ্বিগুন করেন। নিজেদের বিপদ সীমানায় খালিজের ডিফেন্ডার হাত দিয়ে বল নিয়ন্ত্রণের চেষ্টা করলে রেফারি পেনাল্টি দেন। ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে বিরতির আগে দলকে ২-০ গোলে এগিয়ে নেন মানে।

বিরতির পর আল খালিজ একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামে। তা সত্ত্বেও তারা গোল হজম থেকে নিজেদের রক্ষা করতে পারেনি। ৫৭ মিনিটে রোনালদো তার দ্বিতীয় গোল পান। ম্যাচের শেষ সময়ে ফাওয়াজ আল টোরাইস একে গাল করে ব্যবধান কমান।

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর