অলিম্পিক ফুটবলের টিকিট পেল ইরাক

ইন্দোনেশিয়াকে হারিয়ে ইরাক অলিম্পিক ফুটবলের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ফুটবলের স্থান নির্ধারণী খেলায় ইরাক ২-১ গোলে ইন্দোনেশিয়াকে হারানোর মাঝ দিয়ে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে। ১৫তম দল হিসেবে ইরাক অলিম্পিকের টিকেট পেয়েছে। আর একটি মাত্র স্থান বাকি রয়েছে। এ স্থানের জন্য ইন্দোনেশিয়া ও আফ্রিকা অঞ্চলের গিনি মুখোমুখি হবে। আগামী ৯ মে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
অলিম্পিক ফুটবলে মোট ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ইরাকের পাশাপাশি এশিয়া থেকে জাপান ও উজবেকিস্তান অলিম্পিকে লড়াই করবে। জাপান ও উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ফুটবলের ফাইনালে ওঠার মাধ্যমে অলিম্পিকের টিকেট আগেই নিশ্চিত করেছিল। ফাইনালে জাপান ১-০ গোলে উজবেকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
কাতারের দোহায় অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে ইরাক জয় পেলেও প্রথম গোল পেয়েছিল ইন্দোনেশিয়া। ম্যাচের ১৯ মিনিটে জেনের গোল করে ইন্দোনেশিয়ার সরাসরি অলিম্পিকে খেলার সম্ভাবনা জোরালো করেছিলেন। কিন্তু ২৭ মিনিটে তাহসিন গোল করে ইরাককে খেলায় ফিরিয়ে আনে। জয়সূচক গোলের জন্য ইরাককে ৯৬তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ইন্দোনেশিয়ার রক্ষণভাগের ভুলকে কাজে লাগিয়ে এ গোলটি পান জসিম। ইন্দোনেশিয়া ম্যাচকে টাইব্রেকারে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু সুযোগটি তারা কাজে লাগাতে পারেনি। ম্যাচের একেবারে অন্তিম মুহুর্তে নেওয়া জাস্টিন হাবনারের হেড গোলে ঢোকার সময়ে বল ক্লিয়ার করেন ইরাকের খেলোয়াড়রা। এর মাঝ দিয়ে ইরাক ষষ্ঠবারের মতো অলিম্পিক ফুটবলে খেলার সুযোগ পেল।