টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪বিশ্বকাপের দল ঘোষণা করলো নেদারল্যান্ডস

১৭তম দল হিসেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো নেদারল্যান্ডস। বিশ্বকাপে দলটার নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক ব্যাটার স্কট এডওয়ার্ডস। দলে জায়গা পাননি অভিজ্ঞ দুই ক্রিকেটার রোয়েলফ ভ্যান ডার মারওয়ে এবং নির্ভরযোগ্য ব্যাটার কলিন অ্যাকারম্যান।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ২০ দলের মধ্যে এখন পর্যন্ত ১৮ দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। সর্বশেষ দল ঘোষণা করলো নেদারল্যান্ডস। এখন বাকি রইলো বাংলাদেশ ও পাকিস্তান। এদিকে, আগামীকাল দুপুরে বিশ্বকাপ দল ঘোষণা করার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি।
রোয়েলফ ও কলিন অ্যাকারম্যানকে বাদ তিন নতুন মুখকে স্কোয়াডে জায়গা করে দিয়েছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড। এরা হলেন, বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গলে, তরুণ পেসার কাইল ক্লেইন এবং হার্ড হিটার ওপেনিং ব্যাটার মাইকেল লেভিট।
বিশ্বকাপের ‘ডি-গ্রুপে’ খেলবে নেদারল্যান্ডস ও বাংলাদেশ। এই গ্রুপের অন্য তিন দল হলো নেপাল, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিডি, ড্যানিয়েল ডোরাম, ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, লোগান ফন ভিক, ম্যাক্স ও’ডাউড, মাইকেল লেভিট, পল ভ্যান মিকেরেন, সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামানারু, টিম প্রিঙ্গলে, বিক্রম সিং, ভিভ কিংমা ও ওয়েসলি বারেসি।