উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগলিওঁকে হারিয়ে শিরোপা ধরে রাখলো বার্সেলোনা

বার্সেলোনার পুুরুষ দল এ মৌসুমে সমর্থকদের কিছুই উপহার দিতে পারেনি। তবে ব্যতিক্রম ক্লাবটির নারী দল। শনিবার রাতে সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে তারা জয় করেছে চ্যাম্পিয়ন্স লিগ। ফ্রেঞ্চ ক্লাব লিওঁকে ২-১ গোলে হারিয়েছে। এবার নিয়ে টানা দ্বিতীয়বার তারা এই শিরোপা জয় করলো।
নারী চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সফল দল লিওঁ। ফলে ম্যাচের আগে ঠিক স্বস্তিতে ছিল না বার্সেলোনার সমর্থকরা। লিওঁর বিপক্ষে অতীত স্মৃতি তাদের স্বস্তিতে থাকতে দিচ্ছিল না। আগের দুই ফাইনালে (২০১৯ ও ২০২২) এই লিওঁর কাছে যথাক্রম ৪-১ ও ৩-১ গোলে বিধ্বস্ত হতে হয়েছিল। তবে এবার সেই সুযোগ আর লিওঁকে দেয়নি বার্সেলোনা। গোলশূন্য প্রথামার্ধের পর দ্বিতীয়ার্ধে দুই গোলে বার্সেলোনা শিরোপা জয় নিশ্চিত করে। আইতানা বোনমাতি ও অ্যালেক্সিয়া পুতেলাস গোল দুটো করেন।
মূলত বিরতির পরই বার্সেলোনা খেলাকে বেশি করে নিয়ন্ত্রণের সুযোগ পায়। ২০২৩ সালের ফিফা সেরা নারী খেলোয়াড় ও ব্যালন ডি অর জয়ী বোনমাতি ৬৩ মিনিটে প্রথমবার সমর্থকদের আনন্দে ভাসার সুযোগ করে দেন। দারুণ দক্ষতায় গোল করে দলকে এগিয়ে নেন। এক গোল পিছিয়ে পড়ার পর লিঁও তাদের সেরা খেলোয়াড়কে মাঠে নামায়। প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা আদা হেগেরবার্গ অবশ্য সুবিধা করতে পারেননি। মৌসুমের বেশির ভাগ সময় তাকে ইনজুরির কারণে মাঠের বাইরে পার করতে হয়েছে। ফলে বেশ কিছু সুযোগ তিনি তৈরি করলেও তার পূর্ণ রূপ দিতে পারেননি। এরই মাঝে ইনজুরি সময়ে বার্সেলোনা আর এক গোল করে লিওঁর ম্যাচে ফেরার সম্ভাবনা শেষ করে দেয়।