কনফারেন্স লিগফিওরেন্তিনাকে হারিয়ে শিরোপা অলিম্পিয়াকসের

অলিম্পিয়াকসের হাত ধরে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের বড় কোনো শিরোপার দেখা পেল গ্রিস। বুধবার রাতে কনফারেন্স লিগের ফাইনালে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনাকে হারিয়ে শিরোপা জয় করেছে তারা। ১-০ গোলে জয় পেয়েছে অলিম্পিয়াকস। অতিরিক্ত সময়ে ১১৬ মিনিটে ম্যাচের মূল্যবান গোলটি করেন আইয়ুব আল কাবি।
আইয়ুব এল কাবি গোল করে আনন্দে ভেসেছেন। সমর্থকরাও তাতে যোগ দিয়েছেন। তবে বাঁধভাঙ্গা আনন্দ করতে তাদেরকে ধৈর্য্যের পরীক্ষা দিতে হয়েছে। কেননা গোলের চূড়ান্ত বাঁশি বাজাতে রেফারি অনেকটা সময় নিয়েছেন। লম্বা সময় নিয়ে গোল পরীক্ষা করেছেন। দীর্ঘক্ষণ ভিএআর চেক করার পরই রেফারি গোলের বাঁশি বাজান।
নির্ধারিত সময়ে গোলশূন্য ম্যাচ যখন টাইব্রেকারে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় তখন ফিওরেন্তিনার সমর্থকদের হৃদয়ভাঙ্গা গোলটি করেন আইয়ুব। কনফারেন্স লিগে আইয়ুবের এটি একাদশতম গোল। সবগুলোই তিনি করেছেন নক আউট পর্বে। সেমিফাইনালে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার বিপক্ষে দুই পর্বে তিনি মোটে পাঁচ গোল করেছিলেন।
অলিম্পিয়াকস এর আগে মাত্র একবারই মাত্র শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি করেছিল, সেটি ১৯৭১ সালে। সে সময় তারা ইউরোপিয়ান কাপের ফাইনালে পৌঁছালেও শিরোপা জয় করা হয়নি। ফাইনালে আয়াক্স আর্মস্টারডামের কাছে হেরে গিয়েছিল তারা।
তবে বড় দুর্ভাগ্য ফিওরেন্তিনার। টানা দ্বিতীয়বার তারা ফাইনালে উঠেও শিরোপার দেখা পেল না। এ বছরটা টুর্নামেন্টে দারুণ খেলেছে। ফাইনালের আগ পর্যন্ত তারা ছিল অপরাজিত, কোনো ম্যাচই হারেনি।
শিরোপা জয় করে স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত অলিম্পিয়াকসের খেলোয়াড়রা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে অনেক খেলোয়াড়ই আনন্দে চোখের পানি ধরে রাখতে পারেননি। সবকিছু ভুলে কেউ কেউ সমর্থকদের সঙ্গে আনন্দে মেতেছেন। দলটির উইঙ্গার গিওরগস মাসোউরাস বলেন, আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। আমরা এখন ইউরোপের আভিজাত্য ক্লাবের সদস্য। এখন আমাদের অনেক দায়িত্ব। এখন আমাদেরকে এই সম্মানটা রক্ষা করতে হবে।