বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:১২ অপরাহ্ন

মেসি-সুয়ারেজ-আলবার গোলের পরও মায়ামির ড্র

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ রবিবার, ২ জুন, ২০২৪

আগের ম্যাচে গোল করেছিলেন লিওনেল মেসি। কিন্তু দলকে হারের লজ্জা থেকে রক্ষা করতে পারেননি। মেজর সকার লিগ আজও (রোববার) গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তারপরও ইন্টার মায়ামিকে পয়েন্ট হারাতে হয়েছে। সেন্ট লুইসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে মায়ামি

শুধু মেসি নয়, এদিন বার্সেলোনার তিন সতীর্থ মেসি, লুইস সুয়ারেজ ও ইহোর্দি আলবা গোল করেছেন। তারপরও জয়ের মুখ দেখেনি মায়ামি। বরং হারের লজ্জা থেকে রেহাই পেয়েছে। তিন তিনবার পিছিয়ে পড়ে তারা খেলায় ফিরেছে।

কোপা আমেরিকার আগে এটাই ছিল লিওনেল মেসির এমএলএসে শেষ ম্যাচ। কিন্তু জাতীয় দলের যোগ দেওয়ার আগে পুরোপুরি স্বস্তি পেলেন না। নিজেদের মাঠের খেলায় ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে মায়ামি। ক্রিস্টোফার ডারকিন ১৫ মিনিটের সময় গোল করে সেন্ট লুইসকে এগিয়ে নেন। ২৫ মিনিটে মেসি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন।

বিরতির আগেই সেন্ট লুইস আবার এগিয়ে যায়। ইন্ডিয়ানা ভ্যাসিলেভ ৪১ মিনিটে গোলটি করেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে লুইস সুয়ারেজ গোল করে আবার মায়ামিকে ম্যাচে ফিরিয়ে আনেন। মেসি ও আলবার চমৎকার বোঝাপড়ায় তৈরি করা আক্রমণটিকে চূড়ান্ত রূপ দেন লুইস সুয়ারেজ।

পরপর দুই গোল করেন সুয়ারেজ। প্রথম গোলে ছিল আনন্দ আর উৎসব। দ্বিতীয় গোলে লজ্জা। কেননা এটি ছিল আত্মঘাতি গোল। ৬৮ মিনিটে তার এই গোলে সেন্ট লুইস এগিয়ে যায়। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ইহোর্দি আলবা গোল করে আবার সমতা ফিরিয়ে আনেন।

এ ম্যাচের গোলের মাঝ দিয়ে মেসি মেজর সকার লিগে ২৫তম গোল করলেন। ধীরে ধীরে তিনি মায়ামির হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। স্বদেশি গঞ্জালো হিগুয়াইন ২৯ গোল করে সবার উপরে রয়েছে। হিগুয়াইনকে টপকে শীর্ষে যেতে মেসির আর ৫ গোল দরকার। তবে এই পাঁচ গোলের জন্য তাকে লম্বা সময় অপেক্ষা করতে হবে। কেননা কোপা আমেরিকায় খেলার জন্য মেসি জাতীয় দলে যোগ দিচ্ছেন। ফলে মেজর সকার লিগে বেশ কিছু ম্যাচে তিনি খেলতে পারবেন না।

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর