বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:১০ অপরাহ্ন

উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগ

কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
হ্যামারবাইয়ের বিপক্ষে ম্যান সিটির আক্রমণের একটি মুহূর্ত

উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। বৃহষ্পতিবার রাতে স্টকহোম অ্যারেনায় তারা হ্যামারবাই ক্লাবকে ২-১ গোলে হারিয়ে আগেভাগে শেষ আটে খেলার টিকেট পেয়েছে। চার খেলায় ম্যানসিটির এটা শতভাগ জয়। জয়ী দলের হয়ে উভয় গোল করেন খাদিজা শ।

গ্রুপ পর্বে দুই ম্যাচের দুটোতেই ম্যানচেস্টার সিটির কাছে হারলো সুইডিশ দল হ্যামারবাই। প্রথম লেগের খেলায় তারা ২-০ গোলে হেরেছিল। এবার নিজেদের মাঠের খেলায় দলটি বেশ প্রতিদ্বন্দ্বিতা গড়লেও হার এড়াতে পারেনি। খাদিজা শ ৩১ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে স্বাগতিক দলের হয়ে ইলেন ওয়ানগেরহেইম গোল করে সমতায় ফেরান। ৪৮ মিনিটে গোলটি করেন তিনি। ম্যাচে তখন আরো বেশি উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিন্তু খাদিজা শ এই উত্তেজনা বাড়তে দেননি। চার মিনিট ব্যবধানে আবার গোল করে দলকে এগিয়ে নেন। চ্যাম্পিয়ন্স লিগে এটা ছিল খাদিজা শ’র সপ্তম গোল।

এ জয়ের ফলে ২০২০-২১ মৌসুমের পর এবারই ম্যানসিটি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলার টিকেট পেল।  ম্যানসিটির গোলরক্ষক খিয়ারা কিটিংয়ের এ জয়ে অবদান কম নয়। দুইবার দলকে বড় ধরণের বিপদ থেকে রক্ষা করেন তিনি।

এদিকে গ্রুপের অপর দল বার্সেলোনা বড় জয় পেয়েছে। তারা ৪-১ গোলে হারিয়েছে সেন্ট পল্টেনকে। এ জয়ের ফলে তিন ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে রয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর