শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

সৌদি প্রো লিগ

রোনালদোর গোলের পরও হারলো আল নাসর
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ম্যাচ শেষে বিমর্ষ মুখে মাঠ ছাড়ছেন রোনালদো

গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে দলকে জয় এনে দিতে পারেননি। রোনালদোর গোলে আল নাসর এগিয়ে যাওয়ার পরও সৌদি প্রো লিগে আল-কাদশিয়ার কাছে ২-১ গোলে হেরেছে সি-আর সেভেনের আল-নাসর। এই হারের ফলে আল নাসরের অপরাজিত থাকার কীর্তিও থেমে গেছে। সব ধরণের প্রতিযোগিতা মিলে টানা ২১ ম্যাচে অপরাজিত ছিল সৌদি প্রো লিগের দলটি।

শুক্রবার নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে আল নাসর ফেভারিট ছিল। অন্য সব ম্যাচের মতো আলো নিজের দিকেই টেনে নিয়েছিলেন রোনালদো। ৩২ মিনিটে গোল করে দলকে জয়ের স্বপ্নও দেখাচ্ছিলেন। লিগে এই মৌসুমে এটা ছিল তার সপ্তম গোল। কিন্ত আল কাদশিয়া জবাব দিতে বেশি সময় নেয়নি। হুলিয়ান কুইনোনেস ৩৭ মিনিটে সমতা আনার পর পিয়েরে এমেরিক আউবামেয়াং গোল করে আল নাসরের জয়ের স্বপ্ন কেড়ে নেন।

দুর্ভাগ্য বলা যায় আল নাসরের। নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় একচ্ছত্র আধিপত্য ছিল তাদের। ম্যাচের প্রায় ৬৬ ভাগ সময় খেলা তারা নিয়ন্ত্রণ করেছে। গোল করার সুযোগও তারা বেশি পেয়েছে। কিন্তু আল কাদশিয়ার গোলরক্ষকের দৃঢ়তায় তাদের জয় পাওয়া সম্ভব হয়নি।

আল কাদশিয়া তাদের জয়সূচক গোলটি পায় ৩৭ মিনিটে। এ জয়ের ফলে ১১ ম্যাচ শেষে উভয় দলের পয়েন্ট ২২। আল নাসর রয়েছে তৃতীয় স্থানে। গোল পার্থক্যে পিছিয়ে পড়ে আল কাদশিয়া পঞ্চম স্থানে। ১০ ম্যাচ শেষে আল হিলাল ২৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে।

আল হিলাল তাদের সর্বশেষ ম্যাচে আল ফেহাকে ১-০ গোলে হারিয়েছে। রিয়াদ মাহরেজ করেন গোলটি।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর