শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

বিপিএল ফুটবল

কুমিল্লায় মোহামেডানের ট্রফি উৎসব
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শনিবার, ২৪ মে, ২০২৫
২৩ বছরের শিরোপা খরা কাটালো মোহামেডান

ম্যাচটি ছিল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে, তবে উল্লাসের কেন্দ্রে ছিল গোটা মতিঝিল। দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসানের আনন্দে মেতেছে মোহামেডান সমর্থক গোষ্ঠী। আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা হাতে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছিল তারা, তবে আজ সেই কাঙ্ক্ষিত ট্রফি হাতে পেয়েছে তারা। তাইতো মতিঝিলের ক্লাব প্রাঙ্গনেও চলল উৎসব!

মোহামেডানের ঐতিহ্যপূর্ণ সাদা-কালো রঙের বাইরে আজ খেলেছে উৎসবমুখর হালকা হলুদ জার্সিতে। ম্যাচের ফলাফল ছিল গৌণ, তবে প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন তাদের শ্রদ্ধা জানিয়ে ম্যাচের শুরুতেই গার্ড অব অনার দিয়ে সেই মর্যাদা আরও বাড়িয়ে দেয়। ম্যাচটি শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র হলেও, তাতে মোহামেডানের আনন্দে কোনো ভাটা পড়েনি।

ম্যাচের শুরুতে বিকায়ে দিয়ারা ব্রাদার্সকে এগিয়ে দিলেও, মোহামেডান মেহেদী হাসান মিঠুর হেডে সমতায় ফিরে আসে। এরপর সুলেমান দিয়াবাতে ও অধিনায়কের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে এমফন উদোহ ও জুয়েল রানার গোলে ম্যাচে ফিরতে সক্ষম হয় ব্রাদার্স।

এই ম্যাচ দিয়েই শেষ হয়েছে ব্রাদার্স ইউনিয়নের অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার পেশাদার ফুটবল ক্যারিয়ার। প্রথমার্ধে মাঠে ছিলেন তিনি, এরপর করতালির মধ্য দিয়ে বিদায় নেন জাতীয় দলের প্রাক্তন এই কিপার।

মোহামেডানের খুশির দিনেই ঢাকা ওয়ান্ডারার্সের জন্য এসেছে করুণ বাস্তবতা। গাজীপুরে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের কাছে ১-১ গোলে হেরে অবনমন নিশ্চিত হয়েছে ঐতিহ্যবাহী এই ক্লাবটির। আগামী মৌসুমে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে তাদের দেখা যাবে চ্যাম্পিয়নশিপ লিগে। বেন ইব্রাহিমের জোড়া গোলে ফকিরেরপুল নিজেদের রক্ষা করতে পেরেছে অবনমন থেকে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর