শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

ঢাকায় কোটি টাকার প্রাইজমানির বডি বিল্ডিং

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ রবিবার, ২৫ মে, ২০২৫

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কোটি টাকার প্রাইজমানির বডিবিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ। ফিটনেস ও বডিবিল্ডিং কমিউনিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় ২৫-২৭ মে আয়োজিত হচ্ছে দেশের সর্ববৃহৎ এই শরীরগঠন প্রতিযোগিতা।

এ উপলক্ষ্যে আজ বসুন্ধরা সিটির ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরগানাইজিং কমিউনিটির সদস্য নুরুল ইসলাম খান নাঈম, নাজমুস সাকিব, রাকিবুল ইসলাম প্রিন্স, রফিকুল ইসলাম স্বপন, উইলিয়াম রিকি, সিকান্দার বাপ্পি ও ফেডারেশন এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান।

নুরুল ইসলাম খান নাঈম বলেন, ‘বিডি মাসল শো হবে বলেনবাংলাদেশের বডিবিল্ডিং জগতের সবচেয়ে বড় উৎসব। এটি দেশের বডিবিল্ডিং এবং ফিটনেস কমিউনিটিকে আরও একধাপ এগিয়ে নিয়ে বিশ্ব দরবারে লাল-সবুজের বডিবিল্ডিংকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।

দেশের ফিটনেস ও বডিবিল্ডিং কমিউনিটির পরিকল্পনা ও আয়োজেন এই প্রতিযোগিতা বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে। এ আসরে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ভিডিপিসহ চার শতাধিক ক্লাব, সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের দেড় হাজার শরীরগঠনবিদ চার বিভাগে ১৩টি ইভেন্টে অংশ নিচ্ছেন।

বডিবিল্ডিং বিভাগের সেরা শরীরগঠনবিদ পাবেন ওভার অল চ্যাম্পিয়নের খেতাব। বডিবিল্ডিং ও ফিটনেসের মূল আয়োজনের সঙ্গে থাকছে বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন শো, লাইভ মিউজিক ও ফিটনেস এক্সপো। প্রতিযোগিতায় সেরা বডিবিল্ডারের জন্য থাকছে একটি ব্র্যান্ড নিউ ১৫০০ সিসি প্রাইভেটকার এবং মোটরবাইক|


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর