সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন স্বর্ণজয়ী আরচ্যার আলিফ

এশিয়া কাপ আরচ্যারী খেলে সিঙ্গাপুর থেকে আজ সন্ধায় দেশে ফিরেছে বাংলাদেশ দল। এই দলের মধ্যমনি- আরচ্যার আব্দুর রহমান আলিফ। গতকাল রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন তিনি। স্বর্ণ জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন আব্দুর রহমান আলিফ। ফাইনাল ম্যাচে তিনি জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন। প্রথম দুই সেটে এগিয়ে ছিলেন আলিফ। তবে দারুণভাবে ঘুরে দাঁড়ান জাপানের আরচ্যার গাকুতো। পরের দুই সেট জিতে খেলায় সমতা আনেন তিনি। ফলে পঞ্চম সেটে গড়ায় খেলা। সেখানে আলিফ ২৯-২৬ পয়েন্টের ব্যবধানে গাকুতোকে পেছনে ফেলে সোনা জিতে নেন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় এর আগে অনেকবারই খেলেছেন আব্দুর রহমান আলিফ। বিশ্বকাপ, এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আরচ্যারী গ্রাঁ প্রিঁর মতো আসরে অংশ নিলেও কখনও কোনও পদক জিততে পারেননি একক ইভেন্টে। এশিয়া কাপ আরচ্যারির সোনা জয় তার ক্যারিয়ারের সেরা সাফল্য।