তিন দিনের জুলাই স্মৃতি ক্যারম টুর্নামেন্ট শুরু

‘তারুণ্যের উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের উদ্যোগে শুরু হয়েছে ‘জুলাই স্মৃতি টুর্নামেন্ট ২০২৫’। বিকালে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের প্রশিক্ষণ কক্ষে তিন দিনের এই প্রতিযোগিতা উদ্বোধন করা হয়
টুর্নামেন্ট কমিটির সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব এ, এফ, এম, এহতেশামুল হক (তুহিন)। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু তৈয়ব মো. হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি কে.জি হুমায়ুন কবির, সহ-সভাপতি নাজমুল হাসান সুমন, কোষাধ্যক্ষ আজাহারুল ইসলাম কনকসহ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মাহফুজুর রহমান সরকার।
এবারের প্রতিযোগিতা নক-আউট পদ্ধতিতে পুরুষ একক ও মহিলা একক ইভেন্ট ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। ৮০ জনের অধিক খেলোয়াড় এই টূর্ণামেন্টে অংশগ্রহণ করছেন।
টুর্নামেন্টের প্রতিটি খেলায় আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করা হচ্ছে। খেলায় আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত মর্মে বিবেচিত হবে। প্রতিটি খেলা ৩ গেমে ৮ বোর্ড বা ২৫ পয়েন্ট (যেটি আগে হয়) ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। পুরুষ একক ও মহিলা একক ইভেন্টে প্রথম, দ্বিতীয় স্থান অর্জনকারীকে প্রাইজবন্ড, ট্রফি ও সনদপত্র প্রদান করা হবে।
এছাড়াও তৃতীয় স্থান অর্জনকারীকে প্রাইজবন্ড ও সনদপত্র প্রদান করা হবে। প্রথম স্থান অধিকারী ১০,০০০/- (দশ হাজার) টাকার প্রাইজবন্ড, দ্বিতীয় স্থান অধিকারী ৭,০০০/- (সাত হাজার) টাকার প্রাইজবন্ড এবং তৃতীয় স্থান অধিকারী ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার প্রাইজবন্ড পাবেন।