শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

`জুলাই স্মৃতি ক্যারমে’ নাসরিন-রবিন চ্যাম্পিয়ন

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ রবিবার, ৩ আগস্ট, ২০২৫

তারুণ্যের উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপনের লক্ষ্যে ‘জুলাই স্মৃতি ক্যারম টুর্নামেন্টের আয়োজন করেছিলো বাংলাদেশ ক্যারম ফেডারেশন। তিনদিনের এই টুর্নামেন্টে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন মো. আলী রবিন ও আফসানা নাসরিন।

পুরুষ এককে রানার-আপ হয়েছেন মো. হেমায়েত মোল্লা। তৃতীয় হয়েছেন মো. সালাহ উদ্দিন কাইজার। নারী এককে রানার আপ হয়েছেন ফারজানা বানু শিল্পী এবং তৃতীয় হয়েছেন শামসুন্নাহার মাকসুদা।

গত ৩১ জুলাই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দাবা ফেডারেশনের প্রশিক্ষণ কক্ষে তিন দিনব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করা হয় এবং ২ আগস্ট ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এবারের প্রতিযোগিতায় ৮০ জনেরও বেশি খেলোয়াড় অংশ নিয়েছেন।

টুর্নামেন্টে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়নশীপ অর্জনকারী খেলোয়াড়কে ট্রফি, সার্টিফিকেট ও ১০ হাজার টাকার প্রাইজবন্ড, রানার-আপ অর্জনকারী খেলোয়াড়কে ট্রফি, সার্টিফিকেট ও সাত হাজার টাকার প্রাইজবন্ড এবং ৩য় স্থান অধিকারী খেলোয়াড়কে সার্টিফিকেট ও পাঁচ পাঁচ হাজার টাকার প্রাইজবন্ড দেয়া হয়।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক জনাব মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ সরকারের যুগ্মসচিব এ, এফ, এম, এহতেশামুল হক (তুহিন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু তৈয়ব মোঃ হাসান। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি কে.জি. হুমায়ুন কবির ও নাজমুল হাসান সুমন, যুগ্ম-সম্পাদক মানঞ্জুরুল হাসান মামুন, কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম কনক, কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম শাহজাহান চৌধুরী, মোঃ জাফরুল আহসান বাবুল, মোঃ মাহফুজুর রহমান সরকার, জেডএম গোলাম মুতাকাব্বের জাহাঙ্গীর চেঙ্গিস। অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির সদস্য-সচিব মোঃ ফেরদৌস আখতার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়সহ বিজয়ীদের অভিনন্দন জানান। এছাড়া আগামী ডিসেম্বরে মালদ্বীপে অনুষ্ঠেয় ‘ক্যারম ওয়ার্ল্ড কাপ’ এর জন্য সংশ্লিষ্ট খেলোয়াড়, কর্মকর্তা, আম্পায়ারদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

টুর্নামেন্ট চলাকালে ফেডারেশন হতে খেলোয়াড়দের দুপুর ও রাতের খাবার এবং ঢাকার বাইরে থেকে আগত খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করা হয়।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর