রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

লাওসকে হারিয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন পেলেন নারী ফুটবলাররা

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ৬ আগস্ট, ২০২৫

লাওসের ভিয়েনতানে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে র‍্যাংকিংয়ে ২১ ধাপ এগিয়ে থাকা লাওসকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-২০ নারী দলর এই অর্জনে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট সকলকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ এক অভিনন্দন বার্তায় বলেন, এই জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। তাদের এই অসামান্য অর্জন দেশের নারী ফুটবলকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাদের এই অদম্য স্পৃহা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে তারা আরও ভালো করবে এবং দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে বলে আাশাবাদ ব্যক্ত করেন ক্রীড়া উপদেষ্টা।

২০২৬ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এ এফ সি অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের চূড়ান্ত পর্ব। বাছাই পর্বে বাংলাদেশ খেলছে এইচ গ্রুপে। গ্রুপের অন্য দুই দল দক্ষিণ কোরিয়া ও অপেক্ষাকৃত দুর্বল দল তিমুর লেস্তে। স্বাভাবিকভাবে দক্ষিণ কোরিয়া এই গ্রুপের শক্তিশালী ও হট ফেভারিট। তাই বাংলাদেশের লক্ষ্য রানার্স আপ হয়ে চূড়ান্ত পর্বে খেলা। আর্ট গ্রুপের চ্যাম্পিয়ন দল ২০২৬ সালে অনুষ্ঠিত এফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের চূড়ান্ত পর্বে খেলবে। বাকি ৮ গ্রুপের রানার্স আপ দলও খেলবে চূড়ান্ত পর্বে।

সে কারণে লাউসের বিপক্ষে জয়টা প্রয়োজন ছিল বাংলাদেশের। ফিফা র্যাংকিংয়ে ২১ ধাপ এগিয়ে থাকা লাওস এর বিপক্ষে জয় নিয়ে প্রাথমিক কাজটা সেরে রাখল পিটার বাটলারের দল।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর