স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিলেন ক্যারম সভাপতি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা এ, এফ, এম, এহতেশামুল হক (তুহিন)। চলতি মাসের ৬ তারিখ তিনি বর্তমান দায়িত্বে যোগ দেন। এর আগে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডাতে পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।
বাংলাদেশ সরকারের যুগ্মসচিব এ, এফ, এম, এহতেশামুল হক (তুহিন) কে সভাপতি করে চলতি বছরের ২৮ মে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের ১৭ সদস্যের কমিটি ঘোষণা দেয় জাতীয় ক্রীড়া পরিষদ, এনএসসি।
ঢাকা বিশ^বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী তুহিন ২০০০ সালে ভারতে অনুষ্ঠিত ‘৩য় ওয়ার্ল্ড ক্যারম চ্যাম্পিয়নশীপ’ এর দলগত ইভেন্টে রৌপ্য পদক অর্জন। এছাড়া তিনি ব্যক্তিগতভাবে ওয়ার্ল্ড র্যাংকিংয়ে ৭ম স্থান অর্জন করেন।
এর দুই বছর পর অর্থাৎ ২০০২ সালে জাতীয় ক্যারম চ্যাম্পিয়নশিপের একক ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
২০০৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস, বিসিএসে (২২তম) প্রশাসন ক্যাডারে যোগদান করেন। সরকারী চাকুরিতে যোগ দিলেও ক্যারমের সাথে নিবিড় যোগাযোগ রেখেছেন এহতেশামুল হক (তুহিন)।