রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

গাজীপুরের কালীগঞ্জে ৫ দিনের চুকবল প্রশিক্ষণ কর্মসূচি

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
গাজীপুরের কালীগঞ্জে ৫ দিনের চুকবল প্রশিক্ষণ কর্মসূচি
গাজীপুরের কালীগঞ্জে ৫ দিনের চুকবল প্রশিক্ষণ কর্মসূচি

চুকবল প্রশিক্ষণ

বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে কালীগঞ্জ আর আর এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও তারুণ্যের উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক এ.টি.এম কামরুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর ই জান্নাত।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও তারুণ্যের উৎসব উদ্যাপন কমিটির সদস্য সচিব মো. ইসমাইল ভূঁইয়া।

পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ-তরুণীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, চুকবল একটি দলভিত্তিক খেলা, যা শারীরিক সক্ষমতা, মানসিক একাগ্রতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের নেতৃত্বগুণ বিকাশের পাশাপাশি ইতিবাচক বিনোদনের সুযোগ সৃষ্টি করবে


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর