রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

নারী বেসবল

বৃহস্পতিবার থেকে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ’।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির আহমেদ।

চ্যাম্পিয়নশিপ উপলক্ষে আজ বুধবার ঢাকা স্টেডিয়ামের সভাপক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন (বিবিএসএ)।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিবিএসএ-এর সিনিয়র সহ-সভাপতি ডা. অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, টুর্নামেন্ট কমিটির সচিব ও যুগ্ম সম্পাদক ঈমাম হোসেন সোহাগ এবং অংশগ্রহণকারী ১২টি দলের অধিনায়ক ও খেলোয়াড়রা।

সংবাদ সম্মেলনে ডা. অনুপম হোসেন বলেন,“নারী বেসবলের বিকাশ, নারীদের ক্রীড়া অংশগ্রহণ বৃদ্ধি এবং জাতীয় নারী দল গঠনের লক্ষ্যে এই প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই বাংলাদেশ নারী বেসবল দল শিগগিরই আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করুক।”

এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও সংস্থার মোট ১২টি দল অংশগ্রহণ করছে। খেলাগুলো অনুষ্ঠিত হবে সিঙ্গেল এলিমিনেশন নকআউট পদ্ধতিতে, এবং ১ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী দলের জার্সি উন্মোচন করা হয়, যা উপস্থিত অতিথি, কর্মকর্তাবৃন্দ ও খেলোয়াড়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

বিবিএসএ সাধারণ সম্পাদক তালহা জুবায়ের বলেন,“নারী বেসবল এখন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক উদীয়মান শক্তি। এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে আমরা প্রতিভাবান নতুন খেলোয়াড় বেছে নিয়ে জাতীয় নারী বেসবল দলকে আরও শক্তিশালী করব।”


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর