রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন ১৪ ফুটবলার

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
ভারতের বিপক্ষে ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্পে ফুটবলারদের যোগদান
ভারতের বিপক্ষে ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্পে প্রথম দিনই যোগ দিয়েন জামাল ভূইয়া

আগামী ১৮ নভেম্বর ঢাকা স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের এই ম্যাচকে সামনে রেখে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফে। ঘোষিত ক্যাম্পে প্রথম দিনই যোগ দিয়েছেন অধিনায়ক জামাল ভূইয়া। তার সাথে যোগ দিয়েছেন আরও ১৩জন। সব মিলিয়ে প্রথম দিন যোগ দিলেন মোট ১৪জন ফুটবলার।

জাতীয় দলের জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালে এতোদিন ক্যাম্প করলেও বাফুফে এবার বেছে নিয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁওকে। আগামী ৭ নভেম্বর থেকে ঢাকায় “এশিয়ান চ্যাম্পিয়নশিপ আরচ্যারী” শুরু হবে। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।

এই সময় পর্যন্ত অতিথি দেশগুলোর খেলোয়াড়-কর্মকর্তাদের আবাসন ব্যবস্থা ইন্টারকন্টিনেন্টালে করা হয়েছে। ফলে বিকল্প ব্যবস্থা হিসেবে ইন্টারকন্টিনেন্টালকে বেছে নিয়েছে বাফুফে।

এদিকে, প্রথম দিনের ক্যাম্পে বসুন্ধরা কিংসের কোন ফুটবলার যোগ দেননি। তারা যোগ দিবেন ৩ নভেম্বর। ফলে ৪ নভেম্বর থেকে শুরু হবে পূর্ণাঙ্গ অনুশীলন।

জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও এখন ঢাকায় নেই। অবস্থান করছেন স্পেনে।  সম্প্রতি তিনি জমজ সন্তানের পিতা হয়েছে। স্পেন থেকে ২ বা ৩ নভেম্বর তিনে ঢাকায় ফিরবেন। তার অনুপস্থিতিতে সহকারী কোচ ও অন্যান্য স্টাফরা কাজ করবেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর