চাঁদপুরের মতলবে আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল ম্যাচ
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ বিকেলে চাঁদপুরের মতলব উত্তরের ছেঙ্গারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় মরহুম আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫।

চাঁদপুরের মতলব উত্তরের ছেঙ্গারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ
ম্যাচটি ছিল মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি সৃষ্টির এক অনন্য আয়োজন। রোমাঞ্চকর এই খেলায় মতলব উত্তর উপজেলা দল ২-০ গোলে মতলব দক্ষিণ উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ, সংগঠক ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

চাঁদপুরের মতলবে আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল






