ষষ্ঠ জাতীয় নারী বেসবল১ম পাঁচ আসরের চ্যাম্পিয়ন আনসারকে হারিয়ে শিরোপা জিতলো পুলিশ
দেশের নারী বেসবলে অপ্রতিরোধ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ নারী বেসবল দল। ধানমণ্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ‘ষষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ–২০২৫’-এর ফাইনালে আনসারকে ১১–০২ রানে পরাজিত করে পুলিশ নারী বেসবল দল।
এর আগে দুপুর ১২টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয়পুরহাট বেসবল ক্লাব ১৪–০৪ রানে ঢাকা জেলাকে পরাজিত করে। ঢাকা জেলা দল চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থান অর্জন করে।
বিকেল ৩টায় শুরু হওয়া জমজমাট ফাইনাল খেলায় উভয় দলের খেলোয়াড়দের পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে। টানটান উত্তেজনায় ভরপুর এ ম্যাচে বাংলাদেশ পুলিশ দলের দক্ষ পিচার ও ব্যাটারদের অসাধারণ সমন্বয়ে ম্যাচটি রোমাঞ্চকর হয়ে ওঠে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান।

চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান।
তিনি বলেন—“বাংলাদেশের নারী খেলোয়াড়দের অংশগ্রহণ দিন দিন বাড়ছে, যা আমাদের ক্রীড়া অঙ্গনের জন্য আশাব্যঞ্জক। বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন নারী বেসবলের উন্নয়নে যে উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সরকার নারী খেলোয়াড়দের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমই বিশ্ববিদ্যালয় অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল আহেসান এবং ঢাকা ট্রিবিউন এর সম্পাদক রিয়াজ আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আফজালুর রহমান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ডা. অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন সোহাগ, কোষাধ্যক্ষ ফয়সাল হাবিব, নির্বাহী সদস্য আরাফে জাওয়াদ, ফরিদ আহমেদ ও জাতীয় দলের কোচ হিরোকি ওয়াতানাবে।
এবারের প্রতিযোগিতায় প্রথমবারের মতো দেশের বিভিন্ন জেলা, ক্লাব ও সার্ভিস দল মিলিয়ে ১২টি দল অংশ নেয়। অংশগ্রহণকারী দলগুলোকে আবাসন, খাবার, ইউনিফর্ম, প্রাইজমানি,বেস্ট প্লেয়ার, পিচার, ব্যাটার, রাইজিং খেলোয়াড়, টুর্নামেন্ট সেরা খেলোয়াড়সহ, ট্রফি, মেডেল ও নগদ অর্থ পুরস্কার দেয়া হয়েছে।






