বিজয় দিবস টেনিস
আকিজ গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় ২১-২৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ‘বিজয় দিবস উন্মুক্ত ও জুনিয়র টেনিস প্রতিযোগিতা ২০২৫’ এর আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় বিকেএসপি, রাজশাহী, ঝালকাঠি, সিলেট, নরসিংদী, মাগুরা, ঠাকুরগাঁও, মাদারীপুর, গুলশান ক্লাব, ব্রাহ্মনবাড়িয়া, উত্তরা ক্লাব আইসি ক্লাব, মৌলভীবাজার, নরডিক ক্লাব, ঢাকা ক্লাব, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, অফিসার্স ক্লাব – ঢাকা, গুলশান ইয়ুথ ক্লাব হতে ১৫২জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।
প্রতিযোগিতার আজকের খেলায় আকাশ হোসেন ৬-১, ৬-৩ গেমে জিনান দারুলকে, মো: সায়েম ৬-১, ৬-০ গেমে অয়ন লালকে, মো: ওহিদ ৬-৭, ৬-২, ১২-১০ গেমে মুরাদ হোসনকে, ইনতেসার হাসিন ৬-১, ৬-৪ গেমে পিটার ওয়াং ইউকে, মো: জাওয়াদ ভুইয়া ৬-৪, ৬-০ গেমে ফারুক হোসেনকে, সুদিব চক্রবর্তী ৬-২, ৬-৩ গেমে আফকাহিন আহমেদকে, লক্ষণ লাল ৬-৪, ৬-০ গেমে মো: জান্নাতুল নাইমকে, মো: বকুল আলী ৬-০, ৬-০ গেমে জাহিদুল ইসলাম তামিমকেমো: রনজন শরিফ ৬-১, ৬-১ গেমে বিদ্যুৎ রামকে, মাহফুজ আল মাহদি ৭-৫, ৬-৩ গেমে অর্ণব সাহাকে পরাজিত করে।
মহিলা এককে সুবর্ণা খাতুন ৬-০, ৬-০ গেমে সারা আল জসিমকে পরাজিত করে।
প্রতিযোগিতার জুনিয়র ইভেন্টে বালক অনুর্ধ্ব-১০, বালক অনূর্ধ্ব-১২, বালিকা অনূর্ধ্ব-১২, বালক অনূর্ধ্ব-১৪, বালিকা অনূর্ধ্ব-১৪ এর প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।







