বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

তারুণ্যের উৎসব বিজয় দিবস বেসবল

নিজস্ব প্রতিবেদক: / ১৬৬ পাঠক
প্রকাশ শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

নওগাঁয় অনুষ্ঠিত হলো “তারুণ্যের উৎসব বিজয় দিবস বেসবল-৫ চ্যাম্পিয়নশিপ ২০২৫”। পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা এই চার দলের প্রতিযোগিতায় শিরোপা জিতেছে মেঘনা।

বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন (বিবিএসএ)-এর আয়োজনে এবং নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ি স্পোর্টস ফিল্ডে দিনব্যাপী এই টুর্নামেন্ট আয়োজন করা হয়।

এই প্রতিযোগিতায় পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা—এই চারটি দল অংশগ্রহণ করে। ছেলে ও মেয়ে মিলিয়ে মোট ৩৬ জন খেলোয়াড় নক আউট (একক এলিমিনেশন) পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করেন। পুরো টুর্নামেন্ট জুড়ে ছিল প্রাণবন্ত লড়াই, কৌশলগত খেলা ও দর্শকদের উচ্ছ্বাস।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সুরমা দলকে ৫–২ ব্যবধানে পরাজিত করে ফাইনালে ওঠে মেঘনা দল। এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন মেঘনা দলের ফাতেমা।

দ্বিতীয় সেমিফাইনালে পদ্মা দল ২–১ ব্যবধানে যমুনাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে। এ ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন পদ্মা দলের পারভেজ।

উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে মেঘনা দল দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে পদ্মা দলকে ৯–০ ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে অসাধারণ খেলায় হৈমন্তী (মেঘনা) ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

চূড়ান্ত ফলাফলেঃ চ্যাম্পিয়ন: মেঘনা, রানার্স-আপ: পদ্মা, তৃতীয় স্থান: যমুনা, চতুর্থ স্থান: সুরমা।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামরুজ্জামান শাহীন, ব্যবস্থাপক, বেডো বাংলাদেশ, নওগাঁ অঞ্চল, রাজশাহী। তিনি বিজয় দিবসের চেতনায় এমন আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, “তারুণ্যকে ক্রীড়ার মাধ্যমে গড়ে তুলতে বেসবলের মতো খেলাগুলোর বিস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ।”খেলা শেষে বিজয়, বিজতি, ৩য় স্থান ও চতুর্থ স্থান দলকে ট্রফি,মেডেল প্রদান করেন।

উল্লেখ্য, টুর্নামেন্টের ম্যাচ আয়োজকের দায়িত্বে ছিলেন বিবিএসএ এর দক্ষ কোচ ও সংগঠক মোঃ আলী ইমাম হোসেন এবং নাঈমুল হক। বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন (বিবিএসএ) ভবিষ্যতেও দেশব্যাপী বেসবল এর আকর্ষণীয় ভার্সন বেসবল ফাইভ উন্নয়নে নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত রাখবে।
ধন্যবাদান্তে,


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর