বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

বিজয় দিবস উন্মুক্ত ও জুনিয়র টেনিস

টি আর স্পোর্ট বিডি / ৮৭ পাঠক
প্রকাশ শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

আকিজ গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় ১৯-২৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ‘বিজয় দিবস উন্মুক্ত ও জুনিয়র টেনিস প্রতিযোগিতা ২০২৫’ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভপতিত্ব করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি জনাব আব্দুল হাই সরকার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব শেখ জসিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের কোষাধ্যক্ষ এ এম জিন্নাহ, নির্বাহী সদস্য জহিরুল আলম ভূইয়া, টুর্নামেন্ট ডিরেক্টর শফিকুল ইসলাম (সোহেল)।

খেলার চূড়ান্ত ফলাফল:

(ক) পুরুষ একক: চ্যাম্পিয়ন – কাব্য গায়েন (বিকেএসপি) ; রানারআপ – জাওয়াদ মো: ভূইয়া (উত্তরা ক্লাব)
(খ) পুরুষ দ্বৈত: চ্যাম্পিয়ন – মো: সায়েম (এনটিসি) ও জারিফ আবরার (ক্যান্টনমেন্ট) জুটি ; রানারআপ -মাহান বিন মালেক ও তানভির মুন তুষার (বিকেএসপি) জুটি
(গ) মহিলা একক: চ্যাম্পিয়ন – সুমাইয়া আক্তার (ঝালকাঠি) ; রানারআপ – সুবর্না খাতুন (বিকেএসপি)
(ঘ) মহিলা দ্বৈত: চ্যাম্পিয়ন -সুমাইয়া আক্তার ও সুস্মিতা সেন (ঝালকাঠি) জুটি; রানারআপ – ইয়ানা চৌধুরী (নওগাঁ) ও সুবর্না খাতুন (বিকেএসপি) জুটি
(ঙ) বালক একক অনূর্ধ্ব-১৪ বছর: চ্যাম্পিয়ন – সাবির ইসলাম (বিকেএসপি) ; রানারআপ – জোবায়ের ইসলাম (বিকেএসপি)
(চ) বালিকা একক অনূর্ধ্ব-১৪ বছর: চ্যাম্পিয়ন – জান্নাত হাওলাদার (মাদারীপুর); রানারআপ – মাসতুরা আফরিন (ব্রাহ্মনবাড়িয়া)
(ছ) বালক একক অনূর্ধ্ব-১২ বছর: চ্যাম্পিয়ন – মো: নাফিস আদনান (বিকেএসপি); রানারআপ -আবির রহমান (বিকেএসপি)
(চ) বালিকা একক অনূর্ধ্ব-১২ বছর: চ্যাম্পিয়ন – আয়েশা রহমান আসফি (বিকেএসপি); রানারআপ – মোছা: মনিষা আক্তার (বিকেএসপি)
(ঙ) বালক একক অনূর্ধ্ব-১০ বছর: চ্যাম্পিয়ন – জাহিদ ইসলাম (রাজশাহী) ; রানারআপ -ইয়ামিন
(চ) বালক/বলিকা একক অনূর্ধ্ব-৮ বছর: চ্যাম্পিয়ন – রিয়ান আহমেদ (এনটিসি); রানারআপ – রাহিল (মাদারীপুর)

প্রতিযোগিতায় বিকেএসপি, রাজশাহী, ঝালকাঠি, সিলেট, নরসিংদী, মাগুরা, ঠাকুরগাঁও, মাদারিপুর, গুলশান ক্লাব, ব্রাহ্মনবাড়িয়া, উত্তরা ক্লাব আইসি ক্লাব, মৌলভিবাজার, নরডিক ক্লাব, ঢাকা ক্লাব, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, অফিসার্স ক্লাব – ঢাকা, গুলশান ইয়ুথ ক্লাব হতে ১৫২জন খেলোয়াড় এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর