কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপহারের বৃত্তেই ইন্টার মায়ামি

মেসিকে ছাড়া আরো একটা ম্যাচ খেললো ইন্টার মায়ামি। পরিণতি সেই হার। বৃহষ্পতিবার ভোরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলায় নিজেদের মাঠে মন্তেরের কাছে ১-২ গোলে হেরেছে মেসিহীন মায়ামি। প্রথমার্ধের গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত হার মানতে হয় মায়ামিকে।
এ ম্যাচে মেসির খেলার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাড়াই মাঠে নামে মায়ামি। এ নিয়ে টানা চার ম্যাচ মেসিকে ছাড়াই খেলতে হলো মায়ামিকে। গত ১৩ মার্চ থেকে মেসি ইনজুরির কারণে মাঠের বাইরে। ইনজুরির কারণে জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি।
ইনজুরি মুক্ত হয়ে মেসি কবে মাঠে ফিরবেন তা নিয়ে পরিস্কার কোনো ধারণা দিচ্ছেন না কোচ টাটা মার্টিনো। আগামী ১০ এপ্রিল কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের খেলা মায়ামির। এছাড়া আগামী শনিবার মেজর সকার লিগের ম্যাচও রয়েছে।
ম্যাচের যখন শেষ বাঁশি বাজার অপেক্ষা ঠিক তখনই জর্জ রদ্রিগুয়েজ ইন্টার মায়ামির হৃদয় ভাঙ্গেন। ম্যাচে ২-১ গোলে এগিয়ে যায় মন্তেরে। শেষ পর্যন্ত এই ব্যবধানে খেলা শেষ হয়।
১৯ মিনিটে টমাস আভিলেসের গোলে এগিয়ে গিয়েছিল মায়ামি। কিন্তু বিরতির পর ম্যাক্সিমিলিয়ানো মেজা সমতায় ফিরিয়ে আনেন। এ গোলের আগে মায়ামি ১০ জনের দলে পরিণত হয়। ডেভিড রুইজ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচে ছিল কার্ডের ছড়াছড়ি। রুইজের পাশাপাশি মায়ামির আরো ৫ খেলোয়াড় কার্ড দেখেন। ৮৯ মিনিটে রদ্রিগুয়েজ গোল করে মন্তেরের জয় নিশ্চিত করেন।