মাঠে নামছেন আগুয়েরো

শারীরিক অসুস্থতার কারণে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন আর্জেন্টিনার সাবেক তারকা সার্জিও আগুয়েরো। তবে ফুটবল তার রক্তে মিশে আছে। তাইতো সব সময় জাতীয় দলের পাশে থেকেছেন তিনি। এবার পাশে নয়, মাঠে নেমে পড়ছেন। খেলবেন দ্য সকার টুর্নামেন্টে। আগামী ৫ জুন নর্থ ক্যারোলিনার ক্যারিতে শুরু হবে টুর্নামেন্ট। ১০ জুন শেষ হবে।
আগুয়েরোর খেলা সম্পর্কে টুর্নামেন্ট আয়োজক কর্মকতা জন মুগার বলেন, আগুয়েরো শুধু যে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন তা নয়, প্রতিযোগিতায় সে সবসময়ের জন্য দারুণ এক প্রতিদ্বন্দ্বী। সে আমাদের টুর্নামেন্টে খেলতে আসছে।’
৩৫ বছর বয়সী আগুয়েরো ২০২১ সালে ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টেনে মাঠের বাইরে চলে যান। ম্যানসিটির হয়ে উজ্জ্বল একটা সময় পার করেছেন তিনি। ৩৯০ ম্যাচে করেছেন ২৬০ গোল, যা ক্লাব রেকর্ড। তিনটি বিশ্বকাপে খেলেছেন। ২০১৪ সালে বিশ্বকাপে রানার্স হয়েছিল তার দল।
আগুয়েরোর দলে কারা খেলবেন তা এখনো চূড়ান্ত হয়নি। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ টুর্নামেন্টে ৪৮টি দল অংশ নেবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ১০ লাখ ডলার পুরস্কার পাবে। মূলত সেভেন এ সাইড টুর্নামেন্ট এটি।