শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

ওপেন ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলা শেষে ১০ জন খেলোয়াড় পূর্ণ ৩ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। তারা হলেনঃ আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, স্বর্নাভো চৌধুরী, মোহাম্মদ শাকের উল্লাহ, গোলাম মোস্তফা ভুঁইয়া, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী।

তৃতীয় ও চতুর্থ রাউন্ডের খেলা আজ (শুক্রবার) বাংলাদেশ দাবা ফেডারেশনে ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। সকালে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন ক্যান্ডিডেট মাস্টার সাদনান হাসান দিহানকে, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস জাবেদ আল আজাদকেকে, গোলাম মোস্তফা ভূঁইয়া ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী অনত চৌধুরীকে, ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন ক্যান্ডিডেট মাস্টার মোঃ মাছুম হোসেনকে, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ মোহাম্মদ শফিকুল ইসলামকে, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান আয়ান রহমানকে, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ তাশরিক সায়ান শানকে, স্বর্নাভো চৌধুরী মোঃ জাকির হোসেনকে ও মোহাম্মদ শাকের উল্লাহ মনিরুজ্জামান মনিকে হারান।

আগামীকাল (শনিবার) সকাল ১০-৩০ (সাড়ে দশ) টা হতে একই স্থানে পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর