প্রিমিয়ার লিগ ক্রিকেটঅবশেষে জয়ের দেখা পেল সিটি ক্লাব
প্রিমিয়ার লিগ ক্রিকেটে হারটা সিটি ক্লাবের নিত্য সঙ্গী হয়ে পড়েছিল। অবশেষে তারা জয়ের স্বাদ পেয়েছে। টানা সাত খেলার হারের পর অষ্টম খেলায় তারা জয় পেয়েছে।
শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২০ রানের জয়ে মিরপুরের পল্লবীর এই ক্লাবটি হারের বৃত্ত থেকে বের হসে আসে। দুই ব্যাটার সাজ্জাদুল (৭০) ও মনিরুল সোহেল (৫৩) ব্যাট হাতে দারুণ ব্যাটিং করেছেন। যার ওপর ভর করে সিটি ক্লাব ২৫১ রানের লড়াকু পুঁজি দাঁড় করাতে সমর্থ হয়। পরবর্তীতে ইরফান হোসেনের বিধ্বংসী বোলিংয়ে জয়ের দেখা পায় সিটি ক্লাব। ইরফান ৪৭ রানে ৫ উইকেট নেন। ব্রাদার্স অল আউট হয় ২৩১ রানে।
সমান আট খেলায় সিটি ক্লাব পেয়েছে প্রথম জয়, আর ব্রাদার্সের এটা পঞ্চম হার।
সংক্ষিপ্ত স্কোর:
সিটি ক্লাব: ২৫১/৯ (৫০ ওভার)। ( হাসান ৪১, সাজ্জাদুল ৭০, মনিরুল ইসলাম সোহেল ৫৩, রাফসান মাহমুদ ১০, মইনুল ২২; আবু জায়েদ রাহি ৪/২৪, মাহমুদুল হাসান ২/৪২, নিলয় ১/২৬, রহমতউল্লাহ ১/৩৯)।
ব্রাদার্স ইউনিয়ন: ২৩১/৮ (৫০ ওভার)। ( রহমতউল্লাহ ৬০, ইমতিয়াজ ২, মাহমুদুল হাসান ১৫, রাতুল ৪৫, আব্দুল মজিদ ১৩, রাহাতুল ফেরদৌস জাভেদ ৩০, নিলয় ১১, মনির ১৮*; ইরফান হোসেন ৫/৪৭)।
ফল: সিটি ক্লাব ২০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যা: ইরফান হোসেন (সিটি ক্লাব)।







