রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

প্রিমিয়ার লিগ ক্রিকেট

সাকিব-তামিম মুখোমুখি আজ
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

প্রিমিয়ার লিগ ক্রিকেটে আজ মাঠে নামছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম ব্যাংক। এ ম্যাচের মাঝ দিয়ে মুখোমুখি হচ্ছেন জাতীয় দলের দুই সতীর্থ সাকিব আল হাসান ও তামিম ইকবাল। প্রথমজন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করছেন। আর দ্বিতীয়জন প্রাইম ব্যাংকের। শেরে ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

দারুণ এক জমজমাট লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে এই ম্যাচটি। কেননা পয়েন্ট টেবিলে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। উভয় দলের পয়েন্ট ১২। ৮ ম্যাচে উভয় দল ৬ ম্যাচে জয় পেয়েছে, দুই ম্যাচে হেরেছে। সমান পয়েন্ট হলেও সাকিব আল হাসান এগিয়ে রয়েছেন। রান রেটে তার দল তামিমের প্রাইম ব্যাংকে পেছনে ফেলেছে।

আজকের লড়াইয়ে যারা জিতবে তারা শিরোপা লড়াইয়ে নিজেদের ভালোভাবে এগিয়ে রাখবে। উঠে আসবে দ্বিতীয় স্থানে। আবাহনী পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। ফলে উভয় দলের জন্য আজকের ম্যাচটির গুরুত্ব অপরিসীম।

শুরুতে রান না পেলেও ধীরে ধীরে তামিম রানের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন। প্রথম তিন ম্যাচে তার রান ছিল মাত্র ৩৯। পরের ৫ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে চমক জাগানো সব রান (৬৭, ৫৪, ৬৫, ৩৫ ও ৭৪)।

অন্যদিকে সাকিব আল হাসান শেখ জামালের হয়ে এ পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। রান করেছেন ১৯,৩৪ ও ৫৩। আর উইকেট পেয়েছেন টি।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর