শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ

শুরুতেই হোঁচট চ্যাম্পিয়ন ইংল্যান্ডের
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

শুরু হয়েছে নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাছাই পর্ব। তবে শুরুটা স্বস্তির হয়নি চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। বাছাইয়ের প্রথম ম্যাচে নিজেদের মাঠের খেলায় সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে দলটি। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি। ইংল্যান্ডের হয়ে রুশো গোল করার পর দ্বিতীয়ার্ধে সুইডেনের রলফো সমতায় ফেরান।

সুইডেনের সঙ্গে ড্র বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জন্য বড় একটা ধাক্কা। ২০২২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফােইনালে ‍মুখোমুখি হয়েছিল দল দুটো। সে ম্যাচে সুইডেন পাত্তাই পায়নি। ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা। ফলে সুইডেনের কাছে পয়েন্ট হারানো তাদের জন্য বড় এক ধাক্কা। তাছাড়া গ্রুপ পর্ তাদেরকে শক্তিশালী ফ্রান্সকে মোকাবেলা করতে হবে। ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে ফ্রান্স রয়েছে তৃতীয় স্থানে। এছাড়া আয়ারল্যান্ড রয়েছে তাদের গ্রুপে।

ম্যাচে ড্র করেছে ইংল্যান্ড- অথচ ম্যাচ শুরুর আগে মাইকে যে ঘোষণা এসেছিল ম্যাচে তার কিছুই দেখাতে পারেনি দলটি। ঘোষণায় বলা হয়েছিল- ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইংল্যান্ড আসছে তাদের শিরোপা ধরে রাখতে। কিন্তু ম্যাচে ইংল্যান্ড স্থানীয় দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে ম্যাচে ইংল্যান্ডের স্পষ্ট আধিপত্য ছিল। ম্যাচের ৬৪ ভাগ সময় তারা খেলাকে নিয়ন্ত্রণ করেছে। সুইডেনের নিয়ন্ত্রণে ছিল মাত্র ৩৬ ভাগ সময়।

ম্যাচের আধিপত্যে পিছিয়ে থাকলেও আক্রমণে মোটেও পিছিয়ে ছিল না সুইডেন। গোল লক্ষ্য করে ইংল্যান্ডের ১২ শটের পরিবর্তে সুইডেন নিয়েছে ১১ শট। উভয় দল পাঁচটি করে কর্ণার পেয়েছে। তবে সুইডিশরা বেশি ফাউল করেছে। ইংল্যান্ডের আক্রমণ রুখতে তারা ৯বার অবৈধ খেলার আশ্রয় নিয়েছে। সেখানে ইংল্যান্ডের ফাউলের সংখ্যা মাত্র দুই।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর