রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন

মাথায় আঘাত পেলেন মুমিনুল, ছাড়লেন মাঠ

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পেয়েছেন মুমিনুল হক। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন তিনি। তবে তার আঘাত বেশি গুরুতর নয় বলে জানা গেছে।

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা আবাহনীর বিপক্ষে খেলছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মুমিনুল হক রূপগঞ্জের হয়ে খেলছেন।

আগে ব্যাটিং হাতে নেমে বিপর্যয়ে পড়ে রূপগঞ্জ। স্কোরবোর্ডে ৭ রান হতেই জোড়া উইকেট হারায় তারা। ক্রিজে আসেন মুমিনুল। প্রথম বলটি ভালোভাবেই সামাল দেন। কিন্তু দ্বিতীয় বলে ঘটে বিপত্তি। শরিফুলের বাউন্সারে গুরুতর আহত হন তিনি।

শরিফুলের বাউন্সারটি মুমিনুলের হেলমেট ফাঁকি দিয়ে সরাসরি তার ঘাড়ে আঘাত হানে। সঙ্গে সঙ্গে মুমিনুল ব্যাট ফেলে দেন। কাছে থাকা আবাহনীর বিজয় দ্রুত ফিজিওকে ডাকেন। রূপগঞ্জের ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও কাজ হয়নি, কিছুক্ষণ পর মাঠ ছাড়েন তিনি।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর