হঠাৎ সাকিব ওমরায়, জানেন না কোচ
প্রিমিয়ার লিগ ক্রিকেটে সাকিব আল হাসান ও তামিম ইকবালের মুখোমুখি লড়াই দেখার জন্য অপেক্ষায় সবাই। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর সাকিব খেলবেন এমন প্রত্যাশায় ছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সমর্থক ও ভক্তরা। কিন্তু কোথায় সাকিব? সাকিব যে দেশেই নেই।
আজ ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে এমন ঘটনা ঘটেছে। তামিম ইকবালের প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলা ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। এ ক্লাবের হয়ে খেলছেন সাকিব আল হাসান। অথচ আগের দিন সন্ধ্যায়ও সাকিবের খেলার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারেননি দলটির কোচ। আজ ম্যাচের দিন সকালে কোচ জানালেন, সাকিব দেশেই থাকছেন না। ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাচ্ছেন।
সাকিব আল হাসানের এমন বিষয় নতুন কিছু নয়। কখন কি করেন আগেভাগে কেউ কিছু জানেন না। কাউকে তিনি কিছু জানানোর প্রয়োজনীয়তাও অনুভব করেন না। জাতীয় দলের অনুশীলন বাদ দিয়ে যিনি বিজ্ঞাপনের কাজে সময় দিতে পারেন তার জন্য ক্লাবের দায়িত্ব উপেক্ষা করা কোনো কঠিন বিষয়ই নয়।







