শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:২৯ অপরাহ্ন

মেজর সকার লিগ

ফিরলেন মেসি, করলেন গোল, তবে জয়হীন মায়ামি
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

লিওনেল মেসি মাঠে ফিরবেন কবে- তা নিয়ে ইন্টার মায়ামি সমর্থক তো বটেই ফুটবল ভক্তদের আগ্রহের শেষ ছিল না। সব জল্পনা কল্পনা উড়িয়ে আজ রোববার ভোরে মায়ামির হয়ে মাঠে নেমেছিলেন ফুটবলের এই মহাতারকা। শুরুর একাদশে নয়, বদলি খেলোয়াড় হিসেবে। গোল করেছেন, করিয়েছেনও, তবে দলকে জয় এনে দিতে পারেননি। নিজেদের মাঠের খেলায় কলোরাডো র্যাপিডসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মায়ামি।

৬০ মিনিটের সময় লিওনাদ্রো আলফনসোর করা গোলে ইন্টার মায়ামি জয়ের স্বপ্ন দেখছিল। তার করা গোলে মায়ামি ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত মায়ামির জয় পাওয়া হয়নি। ৮৮ মিনিটে কোর বাসেট গোল করে সমতা ফিরিয়ে আনেন। সে সঙ্গে মায়ামির পয়েন্ট ভাগ বসান।

এর আগে ৪৫ মিনিটের সময় কলোরাডোর রাফায়েল নাভারো পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। পরিস্থিতি সামাল দিতে দ্বিতীয়ার্ধে শুরুতে মেসিকে মাঠে পাঠান কোচ টাটা মার্টিনো। শেষ হয় সমর্থকদের আগ্রহ। ফুটবলের এই মহাতারকার কাছে দর্শকের যে প্রত্যাশা তাও পূরণে খুব বেশি সময় নেননি। গত ১৩ মার্চ আহত হওয়ার পর এটাই ছিল মেসির প্রথম মাঠে নামা। লম্বা বিরতির পর মাঠে নামাকে স্মরণীয় করে রাখতে করলেন দর্শনীয় এক গোল। এ মৌসুমে সব ধরণের প্রতিযোগিতায় পাঁচ ম্যাচে এটা ছিল মেসির পঞ্চম গোল।

গোল করার তিন মিনিটের মধ্যে সমর্থকদের আবার আনন্দে ভাসিয়ে দেন মেসি। এবার আর গোলদাতা নন, গোলের রূপকার। তার কাছ থেকে বল পেয়ে লিও আলফনসো গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য জয়ের দেখা পায়নি মায়ামি।

ড্রয়ের ফলে এমএলএসে ৮ ম্যাচে তিনটি করে জয় ও ড্র নিয়ে মায়ামির সংগ্রহ ১২ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দুইয়ে। এক ম্যাচ কম খেলা নিউইয়র্ক রেডবুলসে রয়েছে শীর্ষে। তাদের পয়েন্ট ১৪।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর