ওপেন ফিদে রেটিং দাবাজাভেদ সাড়ে ছয় পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ডের খেলা শেষে ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ সাড়ে ছয় পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। ছয় পয়েন্ট করে নিয়ে মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও গোলাম মোস্তফা ভুঁইয়া যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে ৬ জন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। তারা হলেনঃ ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ, জাবেদ আল আজাদ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও মোঃ জিলানী হোসেন মোল্লা। সপ্তম রাউন্ডের খেলা আজ (শনিবার) বাংলাদেশ দাবা ফেডারেশনে ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়।
সপ্তম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ গোলাম মোস্তফা ভূঁইয়াকে, আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন মোঃ আমিনুল ইসলামকে, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেনকে, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ মোঃ নাসির উদ্দিন, স্বর্নাভো চৌধুরী মোঃ জিলানী হোসেন মোল্লাকে, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীয়তউল্লাহকে, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস মোহাম্মদ শফিকুল ইসলামকে, সাকলাইন মোস্তফা সাজিদ মোহাম্মদ এনায়েত হোসেনকে, অনত চৌধুরী রাফি রওশন মাজেদ ফাহিমকে, সৈয়দ মাহফুজুর রহমানএম, এম ,জহিরুল ইসলামকে, ক্যান্ডিডেট মাস্টার সাদনান হাসান দিহান আফনান জারিফ হককে ও ক্যান্ডিডেট মাস্টার মোঃ আজমাইন পারভেজ সায়র আব্দুল মোমিনকে হারান। ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ জাবেদ আল আজদের সাথে ও মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবুর সাথে ড্র করেন। আগামীকাল (সোমবার) দুপুর ২-০০ (দুই) টা হতে অষ্টম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে।