পাকিস্তানের কোচ হলেন ইউসুফ ও রাজ্জাক
সাবেক দুই তারকা খেলোয়াড় মোহাম্মদ ইউসুফ ও আব্দুর রাজ্জাক নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দলের অন্তর্বর্তী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। ইউসুফ হয়েছেন প্রধান কোচ, রাজ্জাক তার সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন।
টি-২০ বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তান স্থায়ী কোচ নিয়োগ দিতে চায়। এখন কোনো কোচের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তি হয়নি। তবে দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন ও অস্ট্রেলিয়ার জ্যাসন গিলেস্পির সঙ্গে পিসিবি’র আলোচনা চলছে। এরই মধ্যে পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নিতে সম্মতি প্রকাশ করেছেন গিলেস্পি। আর আইপিএলের ব্যস্ততার কারণে এখনো নিজের সিদ্ধান্ত জানাতে পারেননি।
গিলেস্পি বেতন-ভাতাজনিত বেশ কিছু শর্ত সাপেক্ষে দলের দায়িত্ব নিতে চান। এছাড়া কিছুদিন পাকিস্তানে থেকে সবকিছু বুঝে নেওয়ার স্থায়ীভাবে দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন তিনি। টি-২০ বিশ্বকাপের পর পাকিস্তান দলের দায়িত্ব নেবেন গিলেস্পি। বাংলাদেশের বিপক্ষ টেস্ট সিরিজ দিয়ে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এ স্পিনার। আর সবকিছু ঠিক থাকলে নিউজিল্যান্ড সিরিজের পর কাজ শুরু করবেন কারস্টেন।







