ইন্ডিয়ান প্রিমিয়ার লিগজশ ঠাকুরের বিধ্বংসী বোলিংয়ে জয় লক্ষ্মৌ সুপার জায়ান্টসের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববার সহজ জয় পেয়েছে লক্ষ্মৌ সুপার জায়ান্টস। ৩৩ রানে তারা হারিয়েছে গুজরাট টাইটান্সকে। প্রথমে ব্যাট হাতে নেমে লক্ষ্মৌ সুপার জায়ান্টস ৫ উইকেটে হারিয়ে ১৬৩ রান করে। জবাবে ১৩০ রানে সব উইকেট হারায় গুজরাট টাইটান্স।
চতুর্থ ম্যাচে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের এটা তৃতীয় জয়। ৬ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে। অন্যদিকে গুজরাট জায়ান্টসের এটা তৃতীয় হার। পাঁচ ম্যাচ থেকে তাদের সংগ্রহ চার পয়েন্ট, অবস্থান সপ্তম স্থানে।
টস জয়ের পর লক্ষ্মৌ সুপার জায়ান্টস প্রথমে ব্যাট হাতে নামে। তবে তাদের শুরুটা মোটে স্বস্তিদায়ক ছিল না। ১৮ রান করতেই দুই ব্যাটার দর্শক হয়ে যায়। তবে ওপেনার লোকেশ রাহুলের পাশাপাশি মিডল অর্ডার ব্যাটার মার্কাস স্টয়নিসের চমৎকার ব্যাটিংয়ে তারা বিপর্যয় এড়াতে সমর্থ হয়। রাহুল ৩৩ রান করেন। আর স্টয়নিস ৪৩ বলে করেন ৫৮ রান। তাদের সঙ্গে যোগ হয়েছিল নিকোলাস পুরানের ৩২ রান আয়ুশ বাদানির ২০ রান। সব মিলিয়ে লড়াকু একটা সংগ্রহ পেয়ে যায় তারা।
জবাবে দারুণ শুরু ছিল গুজরাট টাইটান্সের। প্রথম উইকেটে ৫৪ রান তুলেছিল তারা। এই জুটি বিচ্ছিন্ন হওয়ার পর পথ হারায় গুজরাট। সে অবস্থা থেকে উদ্ধারের জন্য আর কেউ এগিয়ে আসেনি। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
মূলত জশ ঠাকুর গুজরাটকে ধ্বংসস্তুপে পরিণত করেন। একাই নেন ৫ উইকেট। যোগ্য সহযোগিতা পেয়েছিলেন ক্রুনাল পান্ডের কাছ থেকে। ৪ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।