শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

তুরস্ক সুপার কাপ

এক মিনিটের ম্যাচে গালাতাসারের শিরোপা জয়
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

তুরস্ক সুপার কাপে ঘটেছে অভাবনীয় এক ঘটনা। মাত্র এক মিনিটের ম্যাচে গালাতাসারে জয় করে নিয়েছে শিরোপা। তারা হারিয়েছে ফেনেরবাখকে। রোববার অনুষ্ঠিত ম্যাচে বিমাতাসুলভ আচরণের প্রতিবাদে ফেনেরবাখ মাত্র এক মিনিট মাঠে ছিল। এই সময়েই গালাতাসারে একটা গোলও পায়।

আগামী বৃহষ্পতিবার ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচ রয়েছে ফেনেরবাখের। এ কারণে ফেনেরবাখ সুপার কাপের ম্যাচটির তারিখ পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ তাদের আবেদন নাকোচ করে দেয়। এর প্রতিবাদে ফেনেরবাখ ম্যাচে তাদের অনূর্ধ্ব-১৯ দল নামিয়েছিল এবং ম্যাচের বয়স এক মিনিট হতেই তারা মাঠ ছেড়ে বের হয়ে যায়।

ফেনেরবাখের এমন প্রতিবাদের কারণ গত ১৭ মার্চ ট্রাবজোন্সপরের বিপক্ষে লিগের ম্যাচের সময় ট্রাবজোন্সপরের কিছু সমর্থক মাঠে ঢুকে পড়ে এবং ফেনেরবাখের খেলোয়াড়দের সঙ্গে মারামারি করে। এ ঘটনায় তুর্কিশ ফুটবল ফেডারেশন ফেনেরবাখের দুই খেলোয়াড়কে এক ম্যাচ করে নিষিদ্ধ করে। এ ঘটনার পর ফেনেরবাখ সুপার লিগ বয়কট করতে চেয়েছিল। কিন্তু ক্লাবের সদস্যদের ভোটাভুটির ফলাফলে এমন সিদ্ধান্ত থেকে সরে আসে ক্লাবটি।

এদিকে সুপার কাপের এ ম্যাচটি সৌদি আরবের রিয়াদে গত ডিসেম্বরে হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচের ওয়ার্ম আপের সময়ে খেলোয়াড়রা আধুনিক তুরস্কের জনকখ্যাত মোস্তফা কামার আতার্তুকের ছবি সম্বলিত জার্সি গায়ে দিতে চেয়েছিল। কিন্তু সৌদি আরব এতে সায় না দেওয়ায় ম্যাচটি বাতিল করা হয়েছিল।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর