বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

একাদশে আছেন মুস্তাফিজুর

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ হেরে ব্যাকফুটে চেন্নাই সুপার কিংস। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে হারের সীমা থেকে বের হয়ে জয়োৎসব করতে হবে দলটিকে। নতুবা আরো পিছিয়ে পড়ার শঙ্কা। আজ জয়ে ফেরার লড়াইয়ে তারা মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের। টস জিতে প্রতিপক্ষ ব্যাটিংয়ে পাঠিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। দলে আছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।

চেন্নাইয়ের হয়ে প্রথম থেকেই দারুণ বোলিং করছেন মুস্তাফিজুর রহমান। প্রথম তিন ম্যাচে সাত উইকেট নিয়ে এক পর্যায়ের টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকার শীর্ষে ছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত কারণে দেশে ফিরে আসায় একাধিক ম্যাচে খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান। ফলে শীর্ষস্থান হারিয়েছেন। শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ আজ আবার তার সামনে।

চেন্নাই সুপার কিংস একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, সামির রিজভী, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, শার্দুল ঠাকুর, তুশার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান, মাহিশ থিকসানা।

কলকাতা নাইট রাইডার্স একাদশ: ফিল সল্ট, সুনীল নারিন, ভেঙ্কেটশ আইয়ার, শ্রেয়াশ আইয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রামানদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর