বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

মুস্তাফিজুরের ফেরার দিনে জয়ে ফিরলো চেন্নাই

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

মুস্তাফিজুর রহমান ফিরলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসও ফিরলো জয়ে। সোমবার রাতে তার দল চেন্নাই সুপার কিংস ৭ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। কলকাতাকে ৯ উইকেটে ১৩৭ রানে বেঁধে দিয়ে চেন্নাই সুপার কিংস ১৪ বাকি থাকতে ৭ উইকেটে জয় তুলে নেয়।

ব্যক্তিগত কারণে এক ম্যাচ খেলতে পারেননি মুস্তাফিজুর। ফিরেছিলেন ঢাকায়। ঢাকা থেকে ভারতে ফিরেই দলে যোগ দেন বাংলাদেশি এ পেসার। ভ্রমণ ক্লান্তির কারণে দলে থাকবেন কিনা তা নিয়ে একটা শঙ্কা ছিল। সে শঙ্কা উড়িয়ে দিয়ে মুস্তাফিজুর রহমান প্রথম একাদশে জায়গা করে নেন। দুই উইকেটও পেয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুই উইকেট নিয়ে আবার তিনি উইকেট শিকারী বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন।

মুস্তাফিজুর পুরো চার ওভার বোলিং করেন। প্রথম তিন ওভারে ২১ রান দিয়ে কোনো উইকেট পাননি। তবে ইনিংসের শেষ ওভারে বল হাতে নিয়েই আগুন ঝড়িয়েছেন। প্রথম বলেই আউট করেন কলকাতার হয়ে সবচেয়ে বেশি রান করা শ্রেয়াস আইয়েরকে। চতুর্থ বলে তার শিকারে পরিণত হন মিচেল স্টার্ক। এই ওভারে মাত্র ১ রান দেন তিনি। উইকেট পান দুটো। সব মিলিয়ে ৪ ওভারে ২২ রানে দুই উইকেট পেয়েছেন। টুর্নামেন্টে তার শিকার সংখ্যা ৯।

এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমানের শুরুটা ছিল দারুণ। প্রথম ম্যাচেই পেয়েছিলেন চার উইকেট। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দল তার ওপর আস্থা রেখে চলেছে।

টানা দুই হারের পর চেন্নাইয়ের এটা প্রথম জয়। অন্যদিকে টানা তিন জয়ের পর কলকাতার এটা প্রথম হার। জয়ের পরও পয়েন্ট টেবিলে চেন্নাইয়ের অবস্থান খুব একটা পরিবর্তন হয়নি, সেই পাঁচ নম্বরে তারা। কলকাতা রয়েছে দ্বিতীয় স্থানে। উভয় দলের পয়েন্ট সমান, তবে রান গড়ে অবস্থানের এই হেরফের।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর