করিম বেনজেমার রেকর্ড

সৌদি সুপার কাপে ক্রিশ্চিয়ানো রোনালদোর লাল কার্ডের দিনে ইতিহাস গেড়েছন তারই প্রতিদ্বন্দ্বী করিম বেনজেমা। আল ইত্তিহাদের এ খেলোয়াড় সুপার কাপের ইতিহাসে দ্রুততম গোল করেছেন। সোমবার আবুধাবীতে সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদে আর ওয়েহদাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। ফাইনাল তারা আল হিলালের মুখোমুখি হবে।
করিম বেনজেমা ২০২৪ সালে সোমবারই প্রথম গোলের দেখা পেয়েছেন। আর প্রথম গোলেই ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন। মাত্র ৫৫ সেকেন্ডে গোলটি করেন তিনি। সুপার লিগে এ পর্যন্ত ২০ ম্যাচে ৯ গোল করেছেন এই ফ্রেঞ্চ তারকা। ইনজুরির কারণে বেশ কিছু ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।
আল ইত্তিহাদ তাদের দ্বিতীয় গোল পায় ৪২ মিনিটে। আব্দের রাজ্জাক হামেদাল্লাহ করেন গোলটি। ম্যাচের শেষ সময়ে ওয়েহদার হয়ে ব্যবধান কমান হুসেন আহমেদ আল ইসা।
এদিকে রোনালদোর দল আল নাসর আল হিলালের কাছে ১-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।