আইসিসি র্যাংকিংএক হ্যাটট্রিকে ৪৮ ধাপ এগুলেন তৃষ্ণা

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা ভালো যায়নি বাংলাদেশের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যেমন হোয়াইট ওয়াশ হয়েছে টি-টোয়েন্টিতে তার ব্যতিক্রম কিছু হয়নি। সেখানেও হোয়াইট ওয়াশ। তবে সিরিজে বাংলাদেশের বোলাররা ঠিকই কিছুটা চমক দেখিয়েছিল।
সেই চমকের একটা অংশে ছিলেন পেসার ফারিহা তৃষ্ণা। একটা হ্যাটট্রিকও করেছিলেন তিনি। সেই পারফরম্যান্সের সুবাদে আইসিসি টি-২০ র্যাংকিংয়ে দারুণ উন্নতি হয়েছে তৃষ্ণার। ৪৮ ধাপ এগিয়ে তিনি ৮৭তম স্থানে উঠে এসেছেন। এছাড়া স্পিনার রাবেয়া খান ৫ ধাপ এগিয়ে ১৬তম স্থানে এসেছেন। উন্নতি হয়েছে নাহিদা আক্তারেরও। দুই ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠেছেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে রয়েছেন অধিনায়ক নিগার সুলাতনা জ্যোতি। তিনি আছেন ১৬তম স্থানে।
এদিকে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সোফি একলেস্টন।
এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর