শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন

রোনালদো-মেসি: লাল কার্ডের লজ্জা কার বেশি

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

ফুটবলে লাল কার্ডের আলোচনা আবার সামনে আনলেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গত সোমবার সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল হিলালের বিপক্ষে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য লাল কার্ড দেখেন তিনি। আর তখনই আলোচনা এসেছে সময়ের দুই সেরা তারকা রোনালদো ও লিওনেল মেসি। লাল কার্ডের লজ্জায় কে বেশিবার ডুবেছেন সেই আলোচনা এখন তাদের ঘিরে।

সৌদি সুপার কাপে আল হিলালের বিপক্ষে ৮৬ মিনিটে লাল কার্ড দেখেন রোনালদো। প্রতিপক্ষ খেলোয়াড়কে তিনি কনুই দিয়ে মারাত্মকভাবে আঘাত করেন। তার অপরাধ বিবেচনায় রেফারি তাকে সতর্কমূলকভাবে কোনো হলুদ কার্ড দেখানোর প্রয়োজন মনে করেননি। বরং সরাসরি লাল কার্ড দেখিয়ে তাকে বহিষ্কার করেন। এবার নিয়ে এই পর্তুগীজ তারকা তার ক্যারিয়ারে এক ডজনবার লাল কার্ড দেখেছেন। এর মধ্যে ছয়বার রিয়াল মাদ্রিদের জার্সিতে, চারবার ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে লাল কার্ড দেখেছেন তিনি। একবার করে লজ্জার কার্ড দেখেছেন জুভেন্টাস ও আল নাসরের হয়ে। জাতীয় দলের হয়ে কখনো লাল কার্ড দেখেননি রোনালদো।

বিপরীতে রোনালদোর প্রতিদ্বন্দ্বী মেসি লাল কার্ড দেখেছেন তিনবার। একবার বার্সেলোনার জার্সিতে আর দুইবার জাতীয় দলের জার্সিতে।

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর