কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপপারলেন না মেসি, মায়ামির বিদায়

পারলেন না লিওনেল মেসি। পুরো সময় মাঠে থেকেও দলকে জেতাতে পারলেন না বিশ্বকাপ জয়ী এ তারকা। মেক্সিকান ক্লাব মন্টেরের সঙ্গে অ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলে হরেছে তার দল মায়ামি। আর এতে ৫-২ গোল গড়ে পিছিয়ে থেকে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নিয়েছে মেসির ইন্টার মায়ামি।
ঘরের মাঠে ২-১ গোলে হেরেছিল মায়ামি। সে ম্যাচে মেসি স্বল্প সময়ের জন্য মাঠে নেমেছিলেন। এবার শুরু থেকেই মাঠে ছিলেন মেসি। কিন্তু দলকে উদ্ধার করতে পারেননি। বরং আরো বড় হারের লজ্জায় ডুবেছে মায়ামি।
মেসিকে নিয়ে ইন্টার মায়ামি যে স্বপ্ন দেখছিল তা ৩১ মিনিটে মায়ামির গোলরক্ষক ক্যালেন্ডার সে স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দেন। সতীর্থকে পাস দিতে গিয়ে তিনি বল তুলে দেন প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে। ফল যা হওয়ার তাই হয়েছে। সহজ সুযোগ নষ্ট করেননি ব্রান্ডন ভাসকুয়েজ। এ গোলের ফলে মন্টের ৩-১ গোলে এগিয়ে যায়। এ অবস্থা থেকে খেলায় ফেরা কঠিনই বটে। শেষ পর্যন্ত তাই হয়েছে। আক্রমণাত্মক খেলা খেলতে গিয়ে একের পর এক গোল হজম করেছে মায়ামি।
৫৭ মিনিটে গেরমান বেরটরেমের গোল মায়ামি ২-০ গোলে এগিয়ে নেয়। ৬৪ মিনিটে গালার্দো গোল করে মায়ামিকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন। এর মাঝে মায়ামির ইহোর্দি আলবা লাল কার্ড দেখেন। শেষ পর্যন্ত ৮৫ মিনিটে মায়ামি একটা গোল পরিশোধ করে। তবে তা মেসিদের মাথা উঁচু করে মাঠ ছাড়ার জন্য যথেষ্ঠ ছিল না।