আইপিএলসূর্যকুমারের বিধ্বংসী ব্যাটিংয়ে জয় মুম্বাইয়ের

বুধবার রাতে ক্রিকেট ভক্তরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অসাধারণ এক ম্যাচ উপভোগ করেছে। একটা ম্যাচ উপভোগের জন্য যা দরকার তার সব উপাদানই ছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে। যেমন ঝড়ো ব্যাটিং তেমনি ছিল বিধ্বংসী বোলিং। আর তাতে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৭ উইকেটে জয় পেয়েছে তারা।
প্রথমে ব্যাট হাতে নেমে বেঙ্গালুরু ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান করে। জবাবে ২৭ বল বাকি থাকতে মুম্বাই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।
বেঙ্গালুরুর শুরুটা সত্যিকারভাবে ভালো ছিল না। ২৩ রান করতে দুই উইকেট হারালেও ফাফ ডু প্লেসিসের ৬১, রজত পাতিদারের ২৬ বলে ৫০ আর দিনেশ কার্তিকের ২৩ বলে ৫৩ রান বেঙ্গালুরকে সমৃদ্ধ সংগ্রহ এনে দেন। হঠাৎ করে জসপ্রীত বুমরাহ জ্বলে না উঠলে দলীয় সংগ্রহটা আরো সমৃদ্ধ হতে পারতো। ৫ উইকেট নিয়েছেন তিনি, দুইবার হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেছিলেন। বেঙ্গালুরুর শেষ চার উইকেট তিনি নিয়েছেন। ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
জবাবে মুম্বাইয়ের শুরুটা ভালো ছিল। ইশান কৃষান ও রোহিত শর্ম উদ্বোধনী জুটিতে ১০১ রান এনে দিয়েছিলেন। তবে মুম্বাইয়ের জয়ের নায়ক বলা যায় সূর্যকুমার যাদবকে। ৫২ রান করেছেন। এ জন্য খেলেছেন মাত্র ১৯ বল। তার এমন ইনিংসে মুম্বাইয়ের জয়ের পথটা সহজ হয়ে যায়।
পয়েন্ট টেবিলে দুই দলেরই অবস্থা বেশ নাজুক। ৬ ম্যাচ বেঙ্গালুরুর পয়েন্ট মাত্র ২। আর ৫ ম্যাচে মুম্বাইয়ের ৪।